নয়াদিল্লি: দেশকে উদার, প্রগতিশীল করে তুলতে ভোটাধিকার প্রয়োগ করুন। আবেদন কংগ্রেসের। রবিবার দেশের ৫৯টি আসনে ৯১৮ প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোটগ্রহণ চলছে। সপ্তম তথা শেষদফার ভোটগ্রহণ শুরুর মুখে বিরোধী দলের পক্ষ থেকে দেশবাসীকে ভারতকে উদার, প্রগতিশীল করে তোলার ডাক দেওয়া হয়।

এই দফায় যে রথী মহারথীদের ভাগ্য স্থির হবে, তাঁদের অন্যতম বারাণসী কেন্দ্রের প্রার্থী খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




দলের প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা ট্যুইট করেন, সাধারণ নির্বাচনের শেষ পর্বে উদার, প্রগতিশীল দেশ নির্মাণের জন্য ভোট দিন। আপনার একটি ভোটই যুবসমাজের ভবিষ্যত্ পোক্ত করবে। একটি ভোট কৃষককে ঋণ মকুবের দিকে এগিয়ে দেবে। একটি ভোট ছোট ব্যবসায়ীদের মুনাফা নিশ্চিত করবে। একটি ভোট বঞ্চিতকে ‘ন্যয়’ এনে দেবে।