সম্প্রতি একটি বাণিজ্যিক ভিডিওতে দেখা গিয়েছে কোহলি ও পন্থকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। এই ভিডিও নিয়ে হজের কটাক্ষ, ‘অর্থের জন্য লোকজন কীসব করে!’ তাঁর এই মন্তব্যের পাল্টা অনেকে অস্ট্রেলিয়া দলের বল-বিকৃতি, আইপিএল-এর বিজ্ঞাপনে স্টিভ স্মিথের নাচের কথা উল্লেখ করেন। এরপরেই হজ দাবি করেন, তিনি নেতিবাচক কথা বলেননি। তাঁকে অর্থ দেওয়া হলে একই কাজ করবেন।