নয়াদিল্লি: ভোট প্রক্রিয়া চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর নির্মিত বায়োপিক ‘প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি’-র মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।
বুধবারই সেন্সর বোর্ডের তরফে শংসাপত্র পেয়েছিল ছবিটি। আগামীকাল সম্ভবত মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, এদিন কমিশন জানিয়ে দেয়, কোনও বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব বা দলকে কেন্দ্র করে তৈরি হওয়া কোনও ছবির মুক্তি বর্তমান পরিস্থিতিতে হতে পারে না।
প্রসঙ্গত, আগামীকাল প্রথম দফার ভোটগ্রহণ হবে। তার আগে কমিশনের এই নিষেধাজ্ঞা জারি হওয়াটা বিজেপির কাছে ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এর আগে, বায়োপিকের মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জনৈক কংগ্রেস কর্মী। কিন্তু, শীর্ষ আদালত আবেদন খারিজ করে জানিয়ে দেয়, এবিষয়ে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নিতে পারবে।
শীর্ষ আদালতের আরও মন্তব্য ছিল, যেহেতু ছবিটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি, তাই মুক্তির ওপর স্থগিতাদেশ দেওয়াটা অপরিণত সিদ্ধান্ত হতে পারে।
ভোটের মধ্যে মুক্তি নয় প্রধানমন্ত্রীর বায়োপিকের, নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Apr 2019 03:15 PM (IST)
আগামীকাল প্রথম দফার ভোটগ্রহণ হবে। তার আগে কমিশনের এই নিষেধাজ্ঞা জারি হওয়াটা বিজেপির কাছে ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -