সন্ত্রাসবাদীদের অর্থসাহায্যের অভিযোগ, গ্রেফতার ইয়াসিন মালিক
Web Desk, ABP Ananda | 10 Apr 2019 02:00 PM (IST)
গতকাল সন্ধেয় ইয়াসিনকে দিল্লিতে আনা হয়। এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। আজ তাঁকে গ্রেফতার করা হল।
জম্মু: সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য করার অভিযোগে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিককে গ্রেফতার করল এনআইএ। গতকাল তাঁকে হেফাজতে নিয়ে জেরা করার অনুমতি দেয় জম্মুর বিশেষ এনআইএ আদালত। এরপরেই গতকাল সন্ধেয় ইয়াসিনকে দিল্লিতে আনা হয়। এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে নিয়ে যাওয়া হয় তিহাড় জেলে। আজ তাঁকে গ্রেফতার করা হল। এর আগে ফেব্রুয়ারিতে ইয়াসিনকে সতর্কতামূলকভাবে হেফাজতে নেয় জম্মু ও কাশ্মীর পুলিশ। সেবার তাঁকে রাখা হয় জম্মুর কোট বালোয়াল জেলে। গত মাসে জেকেএলএফ-এর উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। ১৯৮৯ সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মহম্মদ সইদের মেয়ে রুবিয়াকে অপহরণ এবং ১৯৯০ সালে ভারতীয় বায়ুসেনার চার জওয়ানকে হত্যার অভিযোগে ইয়াসিনের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে।