নয়াদিল্লি: ‘মোদিজি কি সেনা’ মন্তব্যের জন্য মৃদু তিরস্কার করেই কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী ও বিজেপি নেতা মুখতার আব্বাস নকভিকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন। তবে তাঁকে কমিশন ভবিষ্যতে মুখ খোলার সময় সতর্ক থাকতে বলেছে, সাবধান করে দিয়ে বলেছে, রাজনৈতিক প্রোপাগান্ডা, প্রচারের জন্য সশস্ত্র বাহিনীকে যেন ব্যবহার করা থেকে বিরত থাকেন তিনি।
গত ৩ এপ্রিল রামপুরে এক নির্বাচনী জনসভায় নকভি ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদি কি সেনা’ বলেন। তাঁকে রাজ্য নির্বাচন কমিশন শোকজ নোটিস পাঠালে তিনি ওই শব্দবন্ধ ব্যবহারের কথা মেনে নেন।
কমিশনের আজকের আদেশে বলা হয়, মুখতার আব্বাস নকভিকে রাজনৈতিক প্রচারে প্রতিরক্ষা বাহিনীর উল্লেখ করা থেকে বিরত থাকতে বলে সাবধান করা হচ্ছে, আগামীদিনে সতর্ক থাকতেও বলা হচ্ছে।
রাজনৈতিক নেতা-নেত্রীদের নিজেদের ভোট প্রচারে প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে কোনও উল্লেখ না করার পরামর্শ দিয়ে গত ১৯ মার্চের বিজ্ঞপ্তির কথাও তাঁকে মনে করিয়ে দিয়েছে কমিশন।
মোদিজি কি সেনা মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন যোগী আদিত্যনাথও। তিনিও গত ৫ এপ্রিল নির্বাচন কমিশনের ক্ষোভের সম্মুখীন হন। তবে শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকেও ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ দিয়েই রেহাই দেয় কমিশন।
‘মোদিজি কি সেনা’: কেন্দ্রীয় মন্ত্রী নকভিকেও সতর্ক থাকতে বলে রেহাই দিল কমিশন
Web Desk, ABP Ananda
Updated at:
18 Apr 2019 04:32 PM (IST)
গত ৩ এপ্রিল রামপুরে এক নির্বাচনী জনসভায় নকভি ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদি কি সেনা’ বলেন। তাঁকে রাজ্য নির্বাচন কমিশন শোকজ নোটিস পাঠালে তিনি ওই শব্দবন্ধ ব্যবহারের কথা মেনে নেন।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -