ধোনি পরের ম্যাচে খেলতে পারেন, জানালেন রায়না
Web Desk, ABP Ananda | 18 Apr 2019 12:19 PM (IST)
ধোনির অনুপস্থিতিতে গতকাল হায়দরাবাদের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে চেন্নাই।
ছবি সৌজন্যে ট্যুইটার
হায়দরাবাদ: আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে পরের ম্যাচে খেলতে পারেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এমনই জানালেন সুরেশ রায়না। সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে ম্যাচের পর তিনি বলেছেন, ‘ধোনির কোমরে ব্যথা ছিল। তবে তিনি এখন অনেকটা ভাল আছেন। পরের ম্যাচে তিনি খেলতে পারেন।’ ধোনির অনুপস্থিতিতে গতকাল হায়দরাবাদের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে চেন্নাই। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩২ রান করেন রায়নারা। ১৯ বল বাকি থাকতেই সেই রান টপকে যায় হায়দরাবাদ। এই হারের পর গতকাল চেন্নাইকে নেতৃত্ব দেওয়া রায়না বলেছেন, ‘আমাদের এবার সতর্ক হতে হবে। আমরা ব্যাটিং করার সময় নিয়মিতভাবে উইকেট হারাচ্ছিলাম। আমরা বড় রান তুলতে পারিনি। সেই কারণেই ম্যাচ হারতে হয়েছে। আমাদের পার্টনারশিপ গড়া এবং আরও ভালভাবে স্ট্রাইক বদল করা উচিত ছিল।’