নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহকে সাম্প্রদায়িক মন্তব্যের অভিযোগে শো কজ নোটিস পাঠাল নির্বাচন কমিশন। তাঁকে ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে নোটিসের জবাব দিতে। ভোটপ্রচারে ধর্মকে হাতিয়ার করা যাবে না, সুপ্রিম কোর্টের এহেন নির্দেশ ও মডেল আচরণবিধির নানা ধারা গিরিরাজ প্রাথমিক ভাবে লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছে কমিশন। গত ২৪ এপ্রিল বেগুসরাই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিরাজ নির্বাচনী জনসভায় মুসলিমদের সম্পর্কে যে বিতর্কিত কটাক্ষ করেন, সে ব্যাপারেই তাঁর বিরুদ্ধে আজ ব্যবস্থা নিল কমিশন।
ভাষণে হিন্দিতে গিরিরাজ বলেন, যারা বন্দেমাতরম বলতে বা জন্মভূমিকে সম্মান করতে পারে না, দেশ কখনও তাদের ক্ষমা করবে না। আমার পূর্বসূরীদের সিমারিয়া ঘাটে মৃত্যু হয়েছিল, তাঁদের কবর দেওয়ার প্রয়োজন হয়নি, আর তোমাদের তিন হাত জায়গা লাগে!
এতেই প্রবল আপত্তি উঠেছে। ২৫ এপ্রিল স্বতঃপ্রণোদিত হয়ে মুসলিমদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে মডেল নির্বাচনী আচরণবিধি ও জনপ্রতিনিধিত্ব আইন ভাঙায় তাঁকে অভিযুক্ত করে বেগুসরাই জেলা প্রশাসন। গিরিরাজের ওই মন্তব্যের সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
সাম্প্রদায়িক মন্তব্যের জন্য ২০১৪-র সাধারণ নির্বাচনের বিহার ও ঝাড়খন্ডে গিরিরাজের প্রচার নিষিদ্ধ করেছিল কমিশন।
'কবর' মন্তব্যের জন্য গিরিরাজ সিংহকে শো কজ নোটিস নির্বাচন কমিশনের, ২৪ ঘন্টায় জবাব দিতে হবে
Web Desk, ABP Ananda
Updated at:
29 Apr 2019 07:52 PM (IST)
ভোটপ্রচারে ধর্মকে হাতিয়ার করা যাবে না, সুপ্রিম কোর্টের এহেন নির্দেশ ও মডেল আচরণবিধির নানা ধারা গিরিরাজ প্রাথমিক ভাবে লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছে কমিশন।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -