এর আগেও সোশ্যাল মিডিয়ায় মাল্য দাবি করেছিলেন, তিনি কিংফিশার এয়ারলাইন্সের জন্য নেওয়া ঋণ ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ও কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এখন জেট এয়ারওয়েজের কর্মীদের বেতন না হওয়া, বেকার হয়ে যাওয়ার কথা উল্লেখ করে ফের আত্মপক্ষ সমর্থন করেছেন মাল্য।
৯,০০০ কোটি টাকা ঋণখেলাপের মামলায় মাল্যকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন তিনি। আপাতত জামিনে মুক্ত আছেন এই লিকার ব্যারন। ইংল্যান্ডের আদালতে তাঁর বিরুদ্ধে আরও মামলা চলছে।