বেগুসরাই (বিহার): বেগুসরাইয়ে জয়ী কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি প্রার্থী গিরিরাজ সিংহ। তিনি হারালেন কানহাইয়া কুমারকে। চার লক্ষের বেশি ভোটে তাঁর হাতে ধরাশায়ী নিকটতম কানহাইয়া, যিনি প্রচারে বিরাট ঝড় তুলেছিলেন, যাঁর হয়ে প্রচারে সামিল হয়েছিলেন উদার মনোভাবাপন্ন বিজেপি-বিরোধী মানুষজন, বাম বুদ্ধিজীবীরা। কিন্তু শেষ পর্যন্ত সিপিআই প্রার্থী, জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতিকে হার মানতে হল। রাষ্ট্রদ্রোহিতা মামলায় অভিযুক্ত কানহাইয়াকে ঘিরে বিরাট প্রত্যাশা তৈরি হয়েছিল কোনও কোনও মহলে।
নওয়াদা থেকে সরিয়ে গিরিরাজকে বেগুসরাইয়ে প্রার্থী করেছিল বিজেপি। গোড়ায় এতে অখুশি হন তিনি। কিন্তু বেগুসরাই তাঁকে নিরাশ করেনি। মোট ১২.২৭ লক্ষ ভোটের ৬.৮৮ লক্ষ ভোট পান তিনি। কানহাইয়া পেয়েছেন ২.৬৮ লক্ষ ভোট। আরজেডির তনবীর হাসান তিন নম্বরে শেষ করে পেয়েছেন ১.৯৭ লক্ষ ভোট।
নওয়াদায় গতবার জিতেছিলেন বিজেপির ভোলা সিংহ। গত বছর মারা যান তিনি।
বেগুসরাইয়ে ৪ লক্ষের বেশি ভোটে কানহাইয়াকে হারালেন গিরিরাজ
Web Desk, ABP Ananda
Updated at:
23 May 2019 07:55 PM (IST)
মোট ১২.২৭ লক্ষ ভোটের ৬.৮৮ লক্ষ ভোট পান তিনি। কানহাইয়া পেয়েছেন ২.৬৮ লক্ষ ভোট। আরজেডির তনবীর হাসান তিন নম্বরে শেষ করে পেয়েছেন ১.৯৭ লক্ষ ভোট।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -