লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে বিএসএফ-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল কে কে শর্মাকে নিয়োগ করা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। তিনি বলেছেন, ‘একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কীভাবে কর্তব্যরত পুলিশকর্মীদের মোতায়েন করার বিষয়টি দেখতে পারেন? ডিজি থাকার সময় তিনি ইউনিফর্ম পরে আরএসএসের অনুষ্ঠানে গিয়েছিলেন।’
একনজরে মমতার বক্তব্য-
‘তৃণমূলের নির্বাচনী ইস্তেহার মা-মাটি-মানুষের জন্য’
‘অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে পরবর্তী সরকার গঠন হবে’
‘এই ইস্তেহার শুধুমাত্র বাংলার জন্য’
‘সর্বভারতীয় স্তরে যখন বসব তখন জাতীয় ইস্যুগুলি বলব’
‘আমরাই ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলব’
‘ইস্তেহারে দার্জিলিং, জঙ্গলমহলকে গুরুত্ব’
‘কৃষক, শ্রমিক, তফসিলি জাতি ও উপজাতি সবাইকে গুরুত্ব’
‘নোটবাতিল কার স্বার্থে কেন হয়েছিল, তদন্ত চাই’
‘সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত হোক’
‘মোদির আমলে ২ কোটি মানুষ কর্মসংস্থান হারিয়েছে’
‘কর্মসংস্থানের ওপর বাড়তি জোর দেওয়া হয়েছে’
‘বাংলায় ৪০% কর্মসংস্থান বেড়েছে’
‘কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা হবে’
‘কৃষক কল্যাণে বাংলায় নানা কর্মসূচি নেওয়া হয়েছে’
‘অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে’
‘প্রত্যেককে ১৫ লাখ টাকা দেব বললেও দেয়নি’
‘বিদেশ থেকে কালো টাকা ফেরেনি’
‘আমরা যা বলি তাই করি’
‘নারীদের ক্ষমতায়নে বিশেষ নজর দেব’
‘গায়ের জোরে জিএসটি লাগু করা হয়েছে’
‘ক্ষমতায় এলে জিএসটি পুনর্বিবেচনা করা হবে’
‘বিশেষজ্ঞ কমিটি জিএসটি পুনর্বিবেচনা করবে’
‘রাজ্যে ৬০ লক্ষ কন্যাশ্রী আছে’
‘বাংলায় চাইল্ড কেয়ার লিভ দেওয়া হয়’
‘তৃণমূলের ৪০% মহিলা প্রার্থী’
‘১০০ দিনের কাজ বাড়িয়ে ২০০ দিন করা হবে’
‘মনরেগার দৈনিক মজুরি দ্বিগুণ করা হবে’
‘গরিব মানুষকে বাঁচার অধিকার দেওয়াই লক্ষ্য’
‘ক্ষমতায় এসেই রাতারাতি যোজনা কমিশন তুলে দেওয়া হল’
‘পছন্দের লোককে নিয়ে নীতি আয়োগ তৈরি করা হয়েছে’
‘নীতি আয়োগে রাজ্যের বলার জায়গা নেই’
‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করা হচ্ছে’
‘আমরা যোজনা কমিশন ফিরিয়ে নিয়ে আসব’
‘অর্থনৈতিক উন্নয়নই আমাদের লক্ষ্য’
‘খেলাধুলা, বিজ্ঞান-গবেষণায় জোর দেব’
‘বর্তমানে অর্থনীতির কী অবস্থা কেউ জানে না’
‘২ জনের নীতি মেনে গোটা দেশ চলছে’
‘ওরা প্রবীণ নেতাদের সম্মান দেয় না’
‘আজ আডবাণীকে ফোন করেছিলাম’
‘আমি আসল চৌকিদারদের পছন্দ করি’
‘রাজনৈতিক চৌকিদারকে পছন্দ করি না’
‘অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র নিয়ে আগেই গবেষণা শুরু’
‘এ জন্য শুধু ডিআরডিও-রই অভিনন্দন প্রাপ্য’
‘নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন মোদি’
‘কেন্দ্রের অর্থমন্ত্রী রিলে রেস মিনিস্টার’