চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে চলতি আইপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন, সোমবারই বিশ্বকাপের জন্য বাছাই করা ভারতীয় ক্রিকেট দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার জাডেজা। তিনি জামনগরেরই ছেলে।
গত ৩ মে তাঁর স্ত্রী জামনগর কেন্দ্রের বর্তমান বিজেপি এমপি পুনমবেন মাদামের সামনে তাঁদের দলে সামিল হন। বাবা, বোন বিরোধী দলে গেলেও জাডেজা কিন্তু স্ত্রীর সঙ্গেই রয়েছেন। তিনি ট্যুইট করেছেন, আমি সমর্থন করছি বিজেপিকে। সঙ্গে ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্ত্রীকেও। তবে কি আগামী দিনে তাঁরও ঠিকানা হবে বিজেপি”? জল্পনা থেকে যাচ্ছে।
গোটা গুজরাতে ২৬টি লোকসভা কেন্দ্রে ২৩ এপ্রিল, একদিনেই লোকসভার ভোটগ্রহণ।