ব্যাটিং ও বোলিংয়ে নিজের দক্ষতার প্রমাণ দিতে চায় হার্দিক, বলছেন রোহিত
Web Desk, ABP Ananda | 16 Apr 2019 11:58 AM (IST)
গতকাল ১৬ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান হার্দিক। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত আটটি ম্যাচে এই অলরাউন্ডারের গড় ৪৬.৫০। তাঁর স্ট্রাইক রেট ১৯০-এর বেশি।
ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: নিজেকে প্রমাণ করতে চান বলেই এবারের আইপিএল-এ ভাল খেলছেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। এমনই জানালেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচের পর তিনি বলেছেন, ‘হার্দিকের ব্যাটিং দলকে সাহায্য করছে এবং ওকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। ও এটাই করতে চাইছিল, কারণ এবারের আইপিএল শুরু হওয়ার আগে ওর অনেক কিছু প্রমাণ করার ছিল। ও নিজের কাছেই নিজেকে ব্যাটিং ও বোলিংয়ে প্রমাণ করতে চাইছিল। ও যেভাবে ব্যাটিং করছে, সেটা দলের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। আমাদের মনে হচ্ছে, দলে এমন একজন আছে যে ইনিংসের শেষদিকে মারকাটারি ব্যাটিং করে দলকে গুরুত্বপূর্ণ ম্যাচ জেতাতে পারে।’ গতকাল ১৬ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান হার্দিক। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত আটটি ম্যাচে এই অলরাউন্ডারের গড় ৪৬.৫০। তাঁর স্ট্রাইক রেট ১৯০-এর বেশি। সেই কারণেই হার্দিকের প্রশংসা করছেন রোহিত। তাঁর মতে, শ্রীলঙ্কার অভিজ্ঞ পেসার লসিথ মালিঙ্গার পারফরম্যান্সও দলের জন্য গুরুত্বপূর্ণ।