নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন টুইটারে মোদি লেখেন, আজ ২০১৯ লোকসভা নির্বাচনের শেষ দফা। আজ যাঁদের ভোট আছে, আমি তাঁদের আহ্বান জানাচ্ছি, রেকর্ড সংখ্যায় বেরিয়ে ভোট দিন। আপনার একটি ভোট আগামীদিনে দেশের উন্নয়নের পথ নির্ধারণ করবে। পাশাপাশি, প্রথমবারের ভোটারদের অনুরোধ করছি, উৎসাহের সঙ্গে ভোট দিন।
প্রসঙ্গত, রবিবার শেষ দফায় ৭ রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ৫৯ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণের প্রক্রিয়া চলছে। এদিন যে সকর হেভিওয়েটদের ভাগ্যপরীক্ষা চলছে, তাঁদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী। বারাণসী লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন মোদি। তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের অজয় রাই ও মহাজোটের শালিনী যাদব। ২০১৪ নির্বাচনে এই কেন্দ্র থেকে ৩.৭ লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিলেন মোদি।
প্রধানমন্ত্রীর পাশাপাশি ভোটদানে উৎসাহ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। টুইটারে তিনি লেখেন, আপনার ভোট গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং দেশের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে।