লখনউ: নরেন্দ্র মোদিকেই বিজেপি ভারত বলে দেখাচ্ছে। অভিযোগ মায়াবতীর। ইন্দিরা গাঁধীর জমানায় কংগ্রেস যে ভুল করেছিল, বিজেপিও তার পুনরাবৃত্তি করছে বলে অভিমত জানিয়েছেন তিনি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি গাজিয়াবাদে নির্বাচনী জনসভায় বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার বোমাবর্ষণের প্রসঙ্গ টেনে ভারতীয় সেনাবাহিনীকে ‘মোদিজি কী সেনা’ আখ্যা দেওয়ায় যে বিতর্ক চলছে, সে ব্যাপারেই বহুজন সমাজ পার্টি (বসপা) সভানেত্রীর এহেন বক্তব্য। বিরোধীরা অভিযোগ করছে, সেনাবাহিনীর কৃতিত্বকে কব্জা করে ভোটে ফায়দা তুলতে নিজেদের, মোদির সাফল্য হিসাবে তুলে ধরছে বিজেপি।



মায়াবতী ট্যুইট করেছেন, ‘মোদিই ভারত আর ভারতই মোদি’, এভাবে বিষয়টি দেখিয়ে বিজেপি, আরএসএস সেই একই ভুল করছে, ভারত ও তার গণতন্ত্রকে অপমান করছে, যেমনটা অতীতে কংগ্রেস করেছিল ‘ইন্দিরাই ভারত আর ভারতই ইন্দিরা’ বলে। তিনি এও লিখেছেন, এটা চরম নিন্দনীয়, বিরাট করুণার বিষয়। এই পাপের জন্য ওদের ক্ষমা করা উচিত নয় মানুষের।