লস অ্যাঞ্জেলস: অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর মুক্তি আসন্ন। অ্যাভেঞ্জার্স সিরিজের ভক্তদের উদ্দীপনা এখন আকাশছোঁয়া, ছবি বাজারে আসার আগেই টিকিট কাটার হিড়িক পড়ে গিয়েছে তাঁদের, তাও হাজার হাজার ডলার খরচ করে!
মার্ভেল স্টুডিওজ জানিয়েছে, এই এন্ডগেম-ই অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ ছবি। তাই ছবি দেখার পাগলামি কার্যত চরমে পৌঁছেছে। আমেরিকায় অনলাইনে মুড়িমুড়কির মত বিক্রি হচ্ছে টিকিট, ফ্যানড্যাঙ্গো, এএমসি থিয়েটার্স ও অ্যাটম টিকেটসের মত সাইটে ভক্তদের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। চাপের জেরে অসংখ্যবার ক্র্যাশ করেছে এই সব সাইট, তা সত্ত্বেও প্রথম দিনের টিকিট বিক্রি সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে স্টার ওয়ার্স: দ্যা ফোর্স অ্যাওকেনস-এর রেকর্ড।
আর এখন খ্যাপামি এমন পর্যায়ে পৌঁছেছে যে লোকে নিলামে টিকিট কাটছে ইবে থেকে। এক একটার দাম ছাড়িয়ে গিয়েছে ২,০০০ মার্কিন ডলার। দামের কোনও ঠিক ঠিকানা নেই, ইলিনয়ে একজন ৪টে টিকিট বিক্রি করেছেন ৪,০০০ মার্কিন ডলারে, এক একটার দাম নিয়েছেন ১,২৫০ ডলারের মত। আবার নিউ ইয়র্ক সিটিতে একজন দুটো টিকিটের দাম চেয়েছেন ৪,৯৯৯ মার্কিন ডলার! বহু টিকিটের দাম উঠেছে ১০০-৩০০ ডলারের মধ্যে। ওয়াকিবহাল মহল বলছে, একটি ছবি ঘিরে এমন ক্রেজ এর আগে কখনও দেখা যায়নি।
২৬ তারিখ ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় ভারতে মুক্তি পাবে ছবিটি।
আমেরিকায় অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর টিকিট বিক্রি হচ্ছে ইবে সাইটে, দাম ২,০০০ ডলারের বেশি
ABP Ananda, Web Desk
Updated at:
04 Apr 2019 01:48 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -