কফি উইথ কর্ণ অনুষ্ঠানে ভিকি ইঙ্গিত দেন অভিনেত্রী হারলীন শেঠির সঙ্গে ডেট করছেন তিনি। তারপর উরি-র অসামান্য সাফল্যের পর তাঁদের যে ছবি সামনে আসে, তাতে বোঝা যায়, সত্যিই অত্যন্ত ঘনিষ্ঠ তাঁরা।
কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় দুঃখী দুঃখী পোস্ট করে চলেছেন হারলীন। ভিকিকে আনফলোও করে দিয়েছেন। তাতে অনেকে মনে করেন, দুজনের বোধ হয় ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, হিট নায়ক হওয়ার পর থেকে ভিকি ভূমি পেডনেকর ও ক্যাটরিনা কাইফের সঙ্গে যেভাবে মাখামাখি শুরু করেন, তা হারলীনের ভাল লাগেনি। ফলে এই ব্রেক আপ।
যদিও কেউ বিচ্ছেদের ব্যাপারে এতদিন স্পষ্ট করে কিছু বলেননি। কিন্তু এবার ভিকি আর রাখঢাক না করেই জানিয়ে দিয়েছেন, তিনি সিঙ্গল। তারপর বলেছেন, দর্শকদের সঙ্গে এবার ঘনিষ্ঠ হতে চান তিনি।
বলিউডে জোর খবর, ভিকি এখন ক্যাটরিনার সঙ্গে ভালরকম মেলামেশা করছেন। জোয়া আখতারের বাড়ি এক গেট টুগেদারে তাঁদের এক সঙ্গে দেখা গিয়েছে। তাঁরা দুজন ছাড়াও ছিলেন ফারহান আখতার, শিবানী দান্ডেকর, গালি বয়-এর অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদী, গৌরী খান প্রমুখ।