ঝাড়গ্রাম: ঘাটালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে আচমকা ‘জয় শ্রী রাম স্লোগান’ দেওয়ায় কয়েকজনকে পুলিশের হেফাজতে নেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে নির্বাচনী জনসভায় তাঁকে চ্যালেঞ্জ করে নরেন্দ্র মোদি বললেন, তিনিও জয় শ্রী রাম বলছেন, পারলে তাঁকেও জেলে ঢোকান মুখ্যমন্ত্রী!
শনিবার সোস্যাল মিডিয়ায় মমতার গাড়ির কনভয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আচমকা কয়েকজন গ্রামবাসী তার সামনে চলে আসেন, ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন। স্লোগান দেওয়া লোকজনের উদ্দেশ্যে উত্তেজিত হয়ে হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁকে। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। আজ ঝাড়গ্রামের জনসভায় মোদি এ নিয়ে বলেন, দিদি লোকজনকে ‘জয় শ্রীরাম স্লোগান’ দেওয়ায় জেলে ঢুকিয়েছেন। আমিও ভেবেছি, আজ এখানে ‘জয় শ্রীরাম বলব’ যাতে উনি আমাকেও জেলে ঢোকান। এভাবেই হয়তো তৃণমূলী জমানার অত্যাচার থেকে জনগণকে রক্ষা করা যাবে।
জনসভায় সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও তীব্র আক্রমণ করেন মোদি, রামায়ণ, মহাভারত সম্পর্কে তাঁর ‘অবমাননাকর’ কটাক্ষের জন্য। হিন্দু ধর্ম সম্পর্কে অপমানজনক ভাষা ব্যবহার কমিউনিস্টদের ফ্যাশন হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন মোদি। সম্প্রতি ইয়েচুরি হিন্দুরাও হিংসাত্মক হতে পারে বলে দাবি করে তার সমর্থনে রামায়ণ, মহাভারতকে তুলে ধরেন। বলেন, রামায়ণ, মহাভারতের মতো মহাকাব্যে ‘হিংসার উপাদান ভর্তি’।
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ‘দিদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মহাভেজাল বাহিনীর ওপর নির্ভর করছেন’ বলেও মন্তব্য করেন মোদি। বলেন, ওনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ইতিমধ্যেই ভেস্তে যেতে বসেছে, হিসাব মিলছে না। মমতা বাংলায় ১০টা আসনও পাবেন না।
‘জয় শ্রী রাম’ বলার জন্য আমাকেও গ্রেফতার করুন! মমতাকে চ্যালেঞ্জ মোদির, বললেন, ১০টা আসনও পাবেন না উনি
Web Desk, ABP Ananda
Updated at:
06 May 2019 04:23 PM (IST)
জনসভায় সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও তীব্র আক্রমণ করেন মোদি, রামায়ণ, মহাভারত সম্পর্কে তাঁর ‘অবমাননাকর’ কটাক্ষের জন্য। হিন্দু ধর্ম সম্পর্কে অপমানজনক ভাষা ব্যবহার কমিউনিস্টদের ফ্যাশন হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন মোদি।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -