বিজেপি সূত্রে খবর, দলের সংসদীয় বোর্ড সম্ভবত শুক্রবার সন্ধ্যায় সদর দপ্তরে বৈঠকে বসছে। সেখানে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদি। বিজেপিতে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা বোর্ড। কাল তারা দলকে বিপুল ভোট দেওয়ায় দেশবাসীকে ধন্যবাদ দিয়ে, মোদির নেতৃত্বের প্রশংসা করে প্রস্তাব গ্রহণ করতে পারে। সেখানে ভাষণও দিতে পারেন মোদি। বোর্ডের সদস্যদের মধ্যে আছেন অমিত শাহ।
‘মোদি সুনামি’! বললেন পাসোয়ান-প্রভু, কাল বৈঠকে বসতে পারে বিজেপি সংসদীয় বোর্ড
Web Desk, ABP Ananda
Updated at:
23 May 2019 12:55 PM (IST)
রাজধানীর বিজেপি দপ্তরে ভিড় দলীয় নেতা-কর্মীদের। সেখানে আবেগে, উচ্ছ্বাসে ভাসছেন তাঁরা। তার মধ্যেই প্রতিক্রিয়া দিচ্ছেন কেন্দ্রীয় নেতা, মন্ত্রীরা।

NEXT
PREV
নয়াদিল্লি: সকাল থেকেই ভোটগণনায় স্পষ্ট প্রবণতা ছিল, বিজেপি-এনডিএ দারুণ ফল করে আবার ক্ষমতায় আসছে। রাজধানীর বিজেপি দপ্তরে ভিড় দলীয় নেতা-কর্মীদের। সেখানে আবেগে, উচ্ছ্বাসে ভাসছেন তাঁরা। তার মধ্যেই প্রতিক্রিয়া দিচ্ছেন কেন্দ্রীয় নেতা, মন্ত্রীরা। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পাশাপাশি আরেক মন্ত্রী রামবিলাস পাসোয়ান ট্যুইট করলেন, এটা নির্বাচন নয়, মোদি সুনামি। অন্তর থেকে নরেন্দ্র মোদিকে অভিনন্দন। মন্ত্রিসভায় তাঁর সহকর্মী সুরেশ প্রভুরও একই অভিমত। তিনিও ট্যুইট করেছেন, একটা বিরাট রাজনৈতিক সুনামি পূব বা পশ্চিম, যেখানেই হোক, গোটা দেশকে ভাসিয়ে দিয়েছে। বিজেপিই সবারে সেরা। এটাই বাস্তব। উত্তর থেকে দক্ষিণে মানুষ স্পষ্ট, দ্বিধাহীন ভাবে স্থির করেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বেই দেশকে এগিয়ে যেতে হবে। ভোটের ফলে স্পষ্ট, নরেন্দ্র মোদির পারফরম্যান্স, দূরদৃষ্টি, নেতৃত্ব, ক্যারিশ্মা, মানুষের কাছে বিপুল গ্রহণযোগ্যতা, একটানা সাতদিন ২৪ ঘন্টা কঠিন পরিশ্রম, দেশসেবার পক্ষে ভোট দিয়েছে লোকে।
বিজেপি সূত্রে খবর, দলের সংসদীয় বোর্ড সম্ভবত শুক্রবার সন্ধ্যায় সদর দপ্তরে বৈঠকে বসছে। সেখানে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদি। বিজেপিতে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা বোর্ড। কাল তারা দলকে বিপুল ভোট দেওয়ায় দেশবাসীকে ধন্যবাদ দিয়ে, মোদির নেতৃত্বের প্রশংসা করে প্রস্তাব গ্রহণ করতে পারে। সেখানে ভাষণও দিতে পারেন মোদি। বোর্ডের সদস্যদের মধ্যে আছেন অমিত শাহ।
বিজেপি সূত্রে খবর, দলের সংসদীয় বোর্ড সম্ভবত শুক্রবার সন্ধ্যায় সদর দপ্তরে বৈঠকে বসছে। সেখানে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী মোদি। বিজেপিতে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা বোর্ড। কাল তারা দলকে বিপুল ভোট দেওয়ায় দেশবাসীকে ধন্যবাদ দিয়ে, মোদির নেতৃত্বের প্রশংসা করে প্রস্তাব গ্রহণ করতে পারে। সেখানে ভাষণও দিতে পারেন মোদি। বোর্ডের সদস্যদের মধ্যে আছেন অমিত শাহ।
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -