চেন্নাই: লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে বিজেপি ও কংগ্রেস-বিরোধী প্রস্তাবিত তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা উড়িয়ে দিলেন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন। আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় মোর্চা গড়ার লক্ষ্যে উদ্যোগী তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও (কেসিআর) গতকাল রাতে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন। তারপরই আজ সকালে স্ট্যালিন বিজেপি, কংগ্রেসকে বাদ রেখে শক্তিশালী তৃতীয় ফ্রন্ট গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, আমার মনে হয় না, তেমন সম্ভাবনা আছে। তবে ২৩ মে ভোটের ফল বেরনোর পরই তৃতীয় মোর্চার বিষয়টি দানা বাঁধতে পারে।
রাজনৈতিক মহলের মত, এভাবে তৃতীয় মোর্চার সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিলেন প্রয়াত এম কে করুণানিধি-পুত্র।
গতকাল কেসিআরের সঙ্গে ডিএমকে সুপ্রিমোর বৈঠককে কেন্দ্র করে ‘তৃতীয় মোর্চা’র সম্ভাবনা ঘিরে জোর জল্পনা হলেও স্ট্যালিন আজ বলেন, উনি জোট গঠনের উদ্দেশ্যে আসেননি। উনি বিভিন্ন মন্দিরে পুজো দিতে তামিলনাড়ু সফরে এসেছিলেন। তার ফাঁকে আমার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলেন। এটা নিছক সৌজন্য সাক্ষাত্। তার বেশি কিছু নয়। স্ট্যালিনের বাসভবনে আসার আগে শ্রীরঙ্গমের শ্রী রঙ্গনাথ মন্দির দর্শনও করেন তিনি।
একটি সূত্রের খবর, কেসিআর ডিএমকে-কে প্রস্তাবিত কংগ্রেস, বিজেপি বিরোধী বিকল্প ফ্রন্টে সামিল করার প্রস্তাব দিলেও স্ট্যালিন নাকি উত্সাহ দেখাননি, উল্টে তাঁকে কংগ্রেসকে সমর্থন করতে বলেন। স্ট্যালিন কেসিআরকে জানান, কংগ্রেসের সঙ্গে ডিএমকের প্রাক-নির্বাচনী আঁতাত হয়েছে। প্রধানমন্ত্রী পদে রাহুল গাঁধীর হয়েও সওয়াল করেন তিনি। টিআরএস কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার হলে তাকে সমর্থন করুক, কেসিআরকে প্রস্তাব দেন স্ট্যালিন।