ঘরের মাঠে চতুর্থ জয়ের পরেও চিপকের পিচ নিয়ে অসন্তুষ্ট ধোনি
Web Desk, ABP Ananda | 10 Apr 2019 02:54 PM (IST)
চিপকের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
চেন্নাই: চলতি আইপিএল-এ ঘরের মাঠে চারটি ম্যাচে জয় পেলেও, চিপকের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের পর তিনি বলেছেন, ‘আমরা এই ধরনের পিচে খেলতে চাই না। এই পিচে খুব কম রান হচ্ছে। আমাদের ব্যাটসম্যানদেরও খেলতে অসুবিধা হচ্ছে। (ডোয়েন) ব্র্যাভো না খেলায় আমাদের কম্বিনেশন ঠিক করতে একটু সমস্যা হয়। আমরা ম্যাচ জিতলেও, পিচ নিয়ে সমস্যায় পড়ি।’ গতকালের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১০৮ রান করে কেকেআর। এই সামান্য রান করতেই চেন্নাইয়ের ১৭.২ ওভার লাগে। সেই কারণেই পিচ নিয়ে অসন্তুষ্ট ধোনি। তিনি অবশ্য দলের দুই অভিজ্ঞ স্পিনার হরভজন সিংহ ও ইমরান তাহিরের প্রশংসা করেছেন।