মুম্বই: আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মালাইকার উপর নেটিজেনদের নজর সবসময়। তিনি কোথায় যাচ্ছেন? কার সঙ্গেই বা যাচ্ছেন? সর্বোপরি, অর্জুন কপূরের সঙ্গে কবে বিয়ে করছেন? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে সকলের মনে! ইদানীং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু সাহসী ছবিও পোস্ট করেন মালাইকা। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন তিনি। তাতে অবশ্য একটুও দমেননি তিনি। উল্টে, আরও কিছু নতুন ছবি পোস্ট করেছেন।
সঙ্গে লিখেছেন, ‘আনন্দে থাকা নিজের পছন্দের ব্যাপার। আমি সেটাই ভালবাসি। সেটা আমাকে মানায়ও। আপনাদের মতামত ও নেতিবাচক চিন্তা নিজেদের কাছে রাখুন।’


সম্প্রতি মালাইকা অর্জুন কপূরের সঙ্গে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছিলেন। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছিলেন তিনি। সেগুলি প্রতিটিই ছিল বেশ সাহসী! তা দেখে কপালে চোখ উঠেছিল অনেকের। অনেকে নিন্দেও করেন মালাইকার।




সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশন থেকেও হলুদ পোশাকে একটি ছবি শেয়ার করেন মালাইকা।



সম্প্রতি মালাইকার এই ছবিগুলি ভক্তদের বহু প্রশংসা কুড়িয়ে নিয়েছে। কমেন্ট উপচে পড়ছে তারিফে।


অর্জুন কপূর অবশ্য মালাইকার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কোনওদিনই রাখঢাক করেননি। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁরা কবে গাঁটছড়া বাঁধেন, সেটাই দেখার!