মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওঠা-পড়া লেগেই রয়েছে। বলা মুশকিল, কে সফল হবেন, আর কে হবেন না। সাফল্যের পথ থেকে হঠাত্ই সরে যাওয়া, অথবা শূন্য থেকে শিখরে পৌঁছে যাওয়া, ইন্ডাস্ট্রিতে এমন অনেক উদাহরণ রয়েছে।

মুম্বইতে এসে সাফল্যের উজ্জ্বল আলোকবৃত্ত থেকে কিছুদিনের মধ্যেই  হারিয়ে গিয়েছেন, এমন উদাহরণের অভাব নেই। কেরিয়ার এমন পর্যায়ে পৌঁছয় যে একটা সময় পরিচয় পর্যন্ত হারিয়ে ফেলে কারুর কারুর মুম্বই শহরে টিকে থাকাই কঠিন হয়ে গিয়েছে।

সম্প্রতি এমনই একটা ঘটনা দেখা গিয়েছে।অভিনেতা সাভি সিধু অনুরাগ কাশ্যপ সহ অক্ষয় কুমার ও যশ রাজের ব্যানারে কাজ করেছিলেন। কিন্তু এখন তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে থেকে বহু দূরে।

অনুরাগ কাশ্যপের  সিনেমা ‘পাঁচ’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন সাভি সিধু। এখন দিন গুজরানের জন্য নিরাপত্তা রক্ষীর কাজ করেন তিনি। সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে সাভি সিধুকে তাঁর বর্তমান অবস্থার কথা তুলে ধরতে দেখা গিয়েছে।

সাভি বলেছেন, লড়াই করতে করতে একটা সময় অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা হয় এবং তিনি ‘পাঁচ’ সিনেমায় সুযোগ দেন। ওটা তাঁর প্রথম সিনেমা ছিল, যা মুক্তি পায়নি। এরপর তিনি ‘ব্ল্যাক ফ্রাইডে’-তে নেন। ওই সিনেমায় সাভি কমিশনার সমরের ভূমিকায় অভিনয় করেন। এরপর ‘গুলাল’ সিনেমায় অভিনয় করেন। সাভি বলেছেন, তিনি যশরাজ, সুভাষজী ও নিখিল আডবাণীর সঙ্গে ‘পাটিয়ালা হাউস’ সিনেমায় কাজ করেছেন। এই সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমারও।

সাভি বলেছেন, একটা সময় তাঁর হাতে প্রচুর কাজ ছিল। কিন্তু পরে তাঁর শরীর খারাপ হতে শুরু করে। তাঁর স্ত্রী মারা যান। এরপর বাবা, শাশুড়ি ও শ্বশুরও এক এক করে প্রয়াত হন। এতে তিনি একেবারেই একলা হয়ে পড়েন। কিন্তু এরপরও হাল ছাড়েননি সাভি। তিনি বলেছেন, কাজ করে যখন কিছু টাকাপয়সা জমাতে পারবেন, তখন আবার কাজের খোঁজে যাবেন। সাভির স্বপ্ন, বলিউডের সিনেমার মতো তাঁর জীবনের শেষটা সুখেরই হবে।