নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। ২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত স্বাধ্বী বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। আজ শিবরাজ সিংহ চৌহান, রামলাল ও প্রভাত ঝা-এর মতো বিজেপি নেতাদের সঙ্গে ভোপালে বৈঠকের পরই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে সামিল হন তিনি। সংবাদ সংস্থাকে তিনি নিজেই বলেন, খাতায় কলমে বিজেপিতে যোগদান হল। এবার ভোটে লড়ব, জিতবও।
সূত্রের খবর, প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, উমা ভারতীর কেউই ভোপাল লোকসভা আসনে লড়ার প্রস্তাব ফিরিয়েছেন। ফলে দল স্বাধ্বীকে সেখানে কংগ্রেস প্রার্থী দিগ্বিজয়
সিংহের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বলে জল্পনা চলছে। এ নিয়ে জল্পনা উস্কে দিয়ে স্বাধ্বীর গেরুয়া পার্টিতে যোগদানের পর দিল্লি বিজেপি মুখপাত্র তেজিন্দর পাল বাগ্গা ট্যুইট করেন, ভোপালে তবে কি স্বাধ্বী প্রজ্ঞা বনাম দিগ্বিজয় সিংহ?



২০০৮ এর ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ে মোটরসাইকেলে রাখা বিস্ফোরক ফেটে মর্মান্তিক মৃত্যু হয় ৬ জনের, জখম হয় শতাধিক মানুষ। আইইডি বিস্ফোরণ হয়।
২০১৭-র ২৭ ডিসেম্বর বিশেষ এনআইএ আদালত এই বিস্ফোরণ মামলায় স্বাধ্বী প্রজ্ঞা, লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত, সমীর কুলকার্নি ও বাকি অভিযুক্তদের মহারাষ্ট্র সংগঠিত অপরাধ আইনের কঠোর ধারায় দায়ের হওয়া অভিযোগ খারিজ করে দেয়।
স্বাধ্বীর বিচার চলছে ইউএপিএ-র আওতায়। গত বছর তাঁকে জামিন দেয় বম্বে হাইকোর্ট।