অমেঠি: কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী তথা তাঁর দাদা রাহুল গাঁধীর নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিশকে সারবত্তাহীন বললেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। তিনি বলেছেন, সবাই জানেন যে, রাহুল এখানেই জন্মেছেন এবং বড় হয়েছেন।
এ বিষয়ে প্রশ্নের উত্তরে প্রিয়ঙ্কা বলেছেন, এ ধরনের অবান্তর কথা আমি এর আগে শুনিনি। সবাই জানেন, রাহুল এখানেই জন্মেছেন, বড় হয়েছেন। সারা দেশ জানে যে, এখানেই জন্ম হয়েছে তাঁর, সবার সামনেই বড় হয়েছেন.. এসব একেবারেই সারবত্তাহীন।
তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে যে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে ১৫ দিনের মধ্যে প্রকৃত তথ্যের ব্যাখ্যা দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাহুলকে বলেছে।
এক চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, বিজেপি সাংসদ সুব্রহ্মন্যম স্বামী একটি অভিযোগ জানিয়েছেন। ওই অভিযোগে দাবি করা হয়েছে, ২০০৩-এ ইংল্যান্ডে ব্যাকপস নামে নথিভূক্ত কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন রাহুল গাঁধী।
উল্লেখ্য, রাহুলের নাগরিকত্ব নিয়ে অমেঠির এক নির্দল প্রার্থী আপত্তি তুলেছিলেন। যদিও রিটার্নিং অফিসার স্ক্রুটিনিতে রাহুলের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিলেন।
অমেঠিতে প্রার্থী হয়েছেন রাহুল। এই আসনেই তিনি তিনবার সাংসদ হয়েছেন। আগামী ৬ মে লোকসভা ভোটের পঞ্চম পর্বে অমেঠিতে ভোট নেওয়া হবে।