কিয়েরন পোলার্ডও পিছিয়ে ছিলেন না। হার্দিকের সঙ্গে তাঁর জুটিই মুম্বইকে বড় রান করতে সাহায্য করে। ৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন পোলার্ড। এরপর তিনি বাউন্ডারি লাইনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে এক হাতে সুরেশ রায়নার ক্যাচ ধরেন। শেন ওয়াটসনেরও ক্যাচ ধরেন পোলার্ড। দেখুন, বাউন্ডারি লাইনে চমকপ্রদ ক্যাচে রায়নাকে ফেরালেন পোলার্ড
Web Desk, ABP Ananda | 04 Apr 2019 03:54 PM (IST)
মুম্বই: গতকাল আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে সহজ জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএল-এ প্রথম হারের স্বাদ পেল মহেন্দ্র সিংহ ধোনির দল। যদিও ৬ পয়েন্ট নিয়ে এখনও পয়েন্ট তালিকার শীর্ষে চেন্নাই। গতকালের ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখান মুম্বইয়ের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। ব্যাট করতে নেমে মাত্র ৮ বলে তিনটি ছক্কা সহ ২৫ রান করেন তিনি। এরপর বোলিং করার সময় তিনটি উইকেট নেন এই অলরাউন্ডার।