নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে ভোট প্রচারে মডেল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের পিটিশনের সোমবার শুনানি করতে রাজি হল সুপ্রিম কোর্ট। কংগ্রেস সাংসদ সুস্মিতার কৌঁসুলি আইনজীবী অভিষেক মনু সিংভির অভিযোগ, মোদি, শাহ নির্বাচনী বিধি ভঙ্গ করলেও তাঁর মক্কেলের অভিযোগের ব্যাপারে কোনও ব্যবস্থাই নিচ্ছে না কমিশন। দেশে মডেল নির্বাচনী আচরণবিধি চার সপ্তাহ হল চালু হয়েছে, কিন্তু মোদি ও শাহ তা ভেঙেই চলছেন। তখন আগামীকাল সুস্মিতার পিটিশন শোনা হবে বলে জানায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সর্বোচ্চ আদালতের বেঞ্চ।