নয়াদিল্লি: সপ্তম তথা শেষ দফার ভোটপ্রচার শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেদারনাথ মন্দির দর্শন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল তৃণমূল। সেখানে মোদি মিডিয়ার সামনে নিজের বক্তব্য জানিয়েছেন। তৃণমূলের দাবি, এটা ‘অনৈতিক’ কাজ। তাঁর এই সফরকে মিডিয়ায় যেভাবে কভার করা হয়েছে, তাতেও মডেল আচরণবিধি ‘চরম লঙ্ঘিত হয়েছে’ বলে জানিয়েছে তারা।
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেদারনাথ মন্দিরের মাস্টার প্ল্যান তৈরি বলে ঘোষণা করেছেন, মিডিয়া ও সাধারণ মানুষের উদ্দেশ্যেও ভাষণ দিয়েছেন, যা নীতিহীন কাজ, নীতিগত ভাবে ভুল, অনুচিত।
রবিবার সকালে কেদারনাথ মন্দিরে পুজো দেন মোদি। তারপর সাংবাদিকদের সামনে এসে মডেল আচরণবিধি কার্যকর থাকার মধ্যে তাঁকে মন্দির দর্শনের অনুমতি দেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেন তিনি। তৃণমূলের বক্তব্য, ২০১৯ এর সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের প্রচার ১৭ মে সন্ধ্যা ৬ টায় শেষ হয়ে গেলেও এটা বিস্ময়কর, নরেন্দ্র মোদির কেদারনাথ যাত্রা যাবতীয় জাতীয় ও স্থানীয় মিডিয়ায় গত দুদিন ধরে বিস্তারিত, পুঙ্খানুপুঙ্খ কভার, সম্প্রচার করা হল। এভাবে চরম অস্বীকার করা হল মডেল আচরণবিধি। ওনার প্রতিটি কাজকর্মের খুঁটিনাটি তথ্য ব্যাপক সম্প্রচার করা হল ভোটারদের সরাসরি বা পরোক্ষে প্রভাবিত করার অসত্ উদ্দেশ্য নিয়ে, এমনকী পিছনে ‘মোদি, মোদি’ ধ্বনিও শোনা গিয়েছে। নির্বাচনের দিন ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্য সামনে রেখে একেবারে হিসাব কষে যাবতীয় পদক্ষেপ করা হয়েছে।
কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ তুলে তৃণমূল বলেছে, যে নির্বাচন কমিশন সর্বোচ্চ সংস্থা, যারা গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচালনার চোখ ও কান, তারাই মডেল আচরণবিধির ব্যাপক লঙ্ঘনের ব্যাপারে চোখ, কান বুজে রয়েছে। তাদের অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এই অন্যায় কর্মসূচির সম্প্রচারও, যা নীতিগত ভাবে ভুল, বন্ধ করতে হবে।
মোদির কেদারনাথ মন্দির দর্শন: নালিশ জানিয়ে কমিশনে চিঠি তৃণমূলের
Web Desk, ABP Ananda
Updated at:
19 May 2019 01:35 PM (IST)
চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেদারনাথ মন্দিরের মাস্টার প্ল্যান তৈরি বলে ঘোষণা করেছেন, মিডিয়া ও সাধারণ মানুষের উদ্দেশ্যেও ভাষণ দিয়েছেন, যা নীতিহীন কাজ, নীতিগত ভাবে ভুল, অনুচিত।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -