নয়াদিল্লি: নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি পাঠিয়ে জবাব চাইল নির্বাচন কমিশন। রবিবাবর কেন্দ্রীয় মন্ত্রী তথা গাজিয়াবাদের বিজেপি প্রার্থী ভিকে সিংহর প্রচারে গিয়ে ভারতীয় সেনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন যোগী আদিত্যনাথ। এদিন সন্ত্রাস প্রসঙ্গে কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ করেন যোগী। সন্ত্রাস দমনে কংগ্রেস নমনীয়, গাজিয়াবাদের সভায় রাহুল গাঁধীর দলকে এ ভাবেই আক্রমণ করেন তিনি। এরপরই বালাকোটে এয়ারস্ট্রাইকের সমর্থনে বলতে গিয়ে তিনি বলেন, “কংগ্রেস সন্ত্রাসীদের বিরিয়ানি খাওয়ায়। আর মোদিজি-র সেনা সন্ত্রাসীদের গুলি দেয়।”


ভারতীয় সেনাকে ‘মোদির সেনা’ বলে মন্তব্য করাতেই শুরু হয় বিতর্ক। যোগী আদিত্যনাথের এই মন্তব্যের বিরোধিতা করে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। উল্লেখ্য, ১৭ মার্চ-ই   নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ভারতীয় সেনা নিয়ে কোনও রকম নির্বাচনী প্রচার করা চলবে না। রাজনৈতিক নেতা কর্মীদের সেনা নিয়ে মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলা হয়। যে কারণে বিতর্কের মুখে পড়েছিল নরেন্দ্র মোদির ট্যুইট করা চৌকিদারির বিজ্ঞাপনও। সেখানে সেনার ভিডিও ফুটেজ ব্যবহার করার জন্য সোশ্যাল মিডিয়ায় জোরদার সমালোচনাও হয়। নির্বাচন কমিশনের চিঠি যায় বিজেপির নির্বাচনী কমিটির নেতার কাছেও। এই পরিস্থিতিতে সেনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে চলে এলেন যোগী আদিত্যনাথ। তাঁকে চিঠি পাঠিয়ে কৈফিয়ত চেয়েছে নির্বাচন কমিশন। শুক্রবারের মধ্যেই জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।