মুম্বই: কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে দীর্ঘদিন পর আবার খবরে উর্মিলা মাতোন্ডকর। উত্তর মুম্বই লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি, শুরু করেছেন ভোট প্রচারও। সঙ্গে থাকছেন স্বামী মহসিন আখতার মির। আর তাঁকে নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা।

শোনা যাচ্ছে, উর্মিলার স্বামী পাকিস্তানি, পেশায় ব্যবসায়ী। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে এই খবর। যদিও বাস্তব ঠিক উল্টো। মহসিন কাশ্মীরের বাসিন্দা, তবে তাঁর পরিবারও ব্যবসার সঙ্গে যুক্ত।



বয়সে উর্মিলা মহসিনের থেকে ৯ বছরের বড়। তাঁদের পরিবারের এমব্রয়ডারির ব্যবসা রয়েছে। কিন্তু মহসিন ব্যবসার থেকে মডেলিংয়ে আগ্রহী বেশি। ২১ বছর বয়সে তিনি মুম্বই চলে আসেন মডেল হিসেবে কেরিয়ার শুরু করতে। ২০০৭-এ মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় যোগ দেন। কিছু মিউজিক অ্যালবাম ও বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। ২০০৯ সালে লাক বাই চান্স ছবিতে তাঁকে এক ছোট চরিত্রে দেখা যায়।

উর্মিলা-মহসিনের প্রথম সাক্ষাৎ করান ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। মনীশ তাঁদের দুজনেরই ঘনিষ্ঠ, ২০১৪ সালে তাঁর ভাইঝির বিয়েতে দুজনেই আমন্ত্রিত ছিলেন। এর ২ বছর পর বিশেষ লোক জানাজানি না করে বিয়ে করে ফেলেন তাঁরা। মহসিন বলেছেন, বিয়ের পর উর্মিলা তাঁর নাম, ধর্ম কিছুই বদলাননি।


আগে শোনা গিয়েছিল, উর্মিলা আরএসএস প্রধান মোহন ভাগবতের ভাইঝি। কিন্তু নিজেই সেই খবর খারিজ করেন অভিনেত্রী।