মুম্বই: হালফ্যাশনের গাড়িতে নয়, মেয়ের সঙ্গে সময় কাটাতে অটোরিকশা চড়ে বেরিয়ে পড়লেন ফারহান আখতার। ১২ বছরের আকিরার সঙ্গে ফারহানের অটো-সফরের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল।সচরাচর ফারহানের ইনস্টাগ্রাম প্রোফাইলে মেয়ের ছবি চোখে পড়ে না। কিন্তু বহুদিন পর বাবা-মেয়ের এই ছবিটি দেখে আপ্লুত ‘রক অন’ তারকার অনুরাগীরা। ফারহান এই ছবিটির নীচে ক্যাপশনে লেখেন ‘অটো পাইলটস’।
দেখুন ফারহানের করা সেই পাস্ট!
ফারহান ও অধুনার ছোট মেয়ে আকিরা। ২০১৭য় দীর্ঘ ১৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন অধুনা-ফারহান।
গত ফেব্রুয়ারিতে ১২ বছর পূর্ণ করল আকিরা। তখনও মেয়ের সঙ্গে বাবার একটি মনকাড়া ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ফারহান। সঙ্গে ছিল একটি আবিগতাড়িত বার্তা।