নয়াদিল্লি: বিতর্কিত মন্তব্য মানেকা গাঁধীর। উত্তরপ্রদেশের সুলতানপুরের মুসলিম অধ্যুষিত তুরাবখানি এলাকায় বিজেপির জনসভায় কেন্দ্রীয় মন্ত্রী নাকি সংখ্যালঘু ভোটারদের বলেছেন, ভোটের পরও কিন্তু আমাকে লাগবে, তাই আমায় ভোট দিন!
সুলতানপুর কেন্দ্রটি মানেকার ছেলে বরুণ গাঁধীর। মানেকা ছিলেন পিলিভিটে। এবার কেন্দ্র বদলাবদলি হয়েছে তাঁদের। বৃহস্পতিবারের জনসভায় সুলতানপুরের ভোটারদের উদ্দেশ্য মানেকা বলেন, আমি জিতছি, মানুষের ভালবাসা, সাহায্যের জোরে। কিন্তু জিতলেও মুসলিমদের সমর্থন না পেলে আমার মোটেই ভাল লাগবে না। জয়ের স্বাদ তেতো লাগবে বলে জানিয়ে তিনি মন্তব্য করেন, তারপর মুসলিমরা কোনও প্রয়োজনে এলে ভাবতে হবে, কেন ওদের জন্য কিছু করব, না করলে কী হবে। ব্যাপারটা দেওয়া, নেওয়ার বলে অভিমত জানান তিনি। বলেন, আমরা মহাত্মা গাঁধীর সন্তান নই যে, শুধু দিয়েই যাব, বিনিময়ে কিছু পাব না। তিনি জিতবেন বলে দাবি করে মুসলিম জনতার উদ্দেশ্যে মানেকা মন্তব্য করেন, কাল কিন্তু আমাকে দরকার হতে পারে আপনাদের।
তাঁদের পিলিভিটের লোকজনের অভিজ্ঞতা জেনে নেওয়ার পরামর্শ দেন মানেকা। বলেন, ওখানকার একজনও যদি বলেন, আমি কোনও অন্যায় করেছি, আমায় ভোট দেবেন না।
তিনি ‘খোলা মন’ নিয়ে এসেছেন, ওদের হয়তো মনে হতে পারে কাল আমায় লাগবে বলেও মন্তব্য করেন মানেকা। বলেন, এই নির্বাচন আমি জিতেই গিয়েছি। আমাকে আপনাদের লাগবে। এর ভিত তৈরি করুন। তাঁর বার্তা সবাইকে জানিয়ে দিতেও বলেন মানেকা।
কংগ্রেস এর তীব্র নিন্দা করেছে। দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার অভিযোগ, মানেকা জাত, ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করার চেষ্টা করছেন।
মানেকার আগে সাহারানপুরের দেওবন্দে সম্প্রতি বসপা সভানেত্রী মায়াবতীও মুসলিমদের উদ্দেশ্যে কংগ্রেসকে সমর্থন করে ভোট ভাগ না করে তাঁর দল ও সমাজবাদী পার্টির জোটের পক্ষে ভোট দেওয়ার ডাক দেন। পাল্টা কটাক্ষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, কংগ্রেস, সপা-বসপার যদি আলি-তে আস্থা থাকে, তবে আমাদের ভরসা বজরং বলি। এই মন্তব্য মডেল আচরণবিধির পরিপন্থী হতে পারে, এহেন ধারণার মধ্যেই তাঁকে নোটিস দেয় নির্বাচন কমিশন।
আমরা গাঁধীর সন্তান নই যে, শুধু দিয়েই যাব, বিনিময়ে কিছু পাব না, পরেও কিন্তু আমায় লাগবে, আমায় ভোট দিন! সুলতানপুরে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে মানেকা
Web Desk, ABP Ananda
Updated at:
12 Apr 2019 06:38 PM (IST)
সুলতানপুর কেন্দ্রটি মানেকার ছেলে বরুণ গাঁধীর। মানেকা ছিলেন পিলিভিটে। এবার কেন্দ্র বদলাবদলি হয়েছে তাঁদের। বৃহস্পতিবারের জনসভায় সুলতানপুরের ভোটারদের উদ্দেশ্য মানেকা বলেন, আমি জিতছি, মানুষের ভালবাসা, সাহায্যের জোরে। কিন্তু জিতলেও মুসলিমদের সমর্থন না পেলে আমার মোটেই ভাল লাগবে না।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -