মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘৫৬ ইঞ্চি চওড়া ছাতি’র দাবিকে বিদ্রূপ প্রিয়ঙ্কা গাঁধীর। বললেন, আপনি তো ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে বড়াই করেন, কিন্তু আপনার হার্ট কোথায়? এখানকার দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে জাতীয়তাবাদ ইস্যুতেও মোদিকে আক্রমণ করে কংগ্রেস সাধারণ সম্পাদক বলেন, জাতীয়তাবাদ নিয়ে বলতে গিয়ে পাকিস্তানকে টেনে আনেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের মোকাবিলায় কী করেছেন, তা নিয়ে বলাই ওনার কাছে জাতীয়তাবাদ। কর্মসংস্থান, কৃষকের ইস্যু জাতীয়তাবাদ নয়। প্রধানমন্ত্রী শুধুমাত্র মার্কেটিংয়ের কৌশল অবলম্বন করছেন বলে অভিযোগ করে তাঁকে ‘উদ্ধত’ আখ্যাও দেন প্রিয়ঙ্কা। বলেন, গত ৫ বছরে দুনিয়ার সর্বত্র সফর করতে দেখা গেলেও কখনও দেশের কৃষকদের সঙ্গে দেখা করার ইচ্ছে হয়নি মোদির। মোদি সরকারের কৃষকদের জন্য ঘোষিত স্কিমের সমালোচনা করেও প্রিয়ঙ্কা বলেন, ওরা কিষাণ সম্মান স্কিমে কৃষকদের বছরে ৬০০০ টাকা দেবে বলে ঘোষণা করেছে। কিন্তু স্কিমটা চাষিদের অপমান কারণ এতে ৫ জনের একটা পরিবার দৈনিক মাত্র ২ টাকা পাবে। তুলনামূলক ভাবে কংগ্রেসের ঘোষিত ন্যয় স্কিমে প্রতিটি গরিব পরিবার বছরে ৭২০০০ টাকা করে পাবে। দেশে গত ৫ বছরে ৫ কোটি চাকরি নষ্ট হয়েছে, ২৪ লক্ষ পদ বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পড়ে আছে, ৫০ লক্ষ মানুষ নোট বাতিলের ফলে কাজ হারিয়েছে বলেও দাবি করেন প্রিয়ঙ্কা। কংগ্রেস সরকারি শূন্য পদ পূরণ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, ক্ষমতায় আসার পর শ্রমদিবস ১০০ থেকে বাড়িয়ে ১৫০ দিন করে মনরেগা প্রকল্পকে আরও জোরদার করা যাবে। কর্মীরা নিয়মিত মজুরি পাবেন।