মুম্বই: বিশ্বকাপ অভিযান শুরুর আগে ক্যাপ্টেন কোহলির প্রশংসায় পঞ্চমুখ কুলদীপ যাদব। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের সাফল্যের সমস্ত কৃতিত্বই তুলে দিলেন অধিনায়কের হাতে। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই তারকা রিস্ট স্পিনার বলছেন, যদি না কোহলি তাঁকে আক্রমণাত্মক হওয়ার স্বাধীনতা দিতেন, তিনি এত সফল হতে পারতেন না। তাঁর কথায়, কোহলি সবসময়ই তাঁকে সাহস জুগিয়েছে, সেই কারণেই বড় মঞ্চে সাফল্যের মুখ দেখেছেন তিনি।


উল্লেখ্য, এবারের আইপিএল মরশুম একেবারেই ভাল যায়নি চায়নাম্যানের। ৯ ম্যাচ খেলে কেবল মাত্র ৪ উইকেটই এসেছে তাঁর ঝুলিতে। যদিও এই পারফর্ম্যান্স নিয়ে ভাবতে নারাজ কুলদীপ। ২৪ বছরের এই তারকা ক্রিকেটারের কথায়, “আইপিএল একটি ভিন্ন ফরম্যাট। এমন অনেক ক্রিকেটার আছেন, যারা আইপিএল-এ ভাল খেললেও বিশ্বকাপে একেবারেই নজর কাড়তে পারেননি। আমি বোলার হিসেবে অনেকটাই পরিণত হয়েছি। মনে হয় না আইপিএল পারফর্ম্যান্স বিশ্বকাপে প্রভাব ফেলবে।”


একই সঙ্গে, ধোনি নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়েও মুখ খোলেন এই ক্রিকেটার। প্রাক্তন অধিনায়কের অনেক ‘সিদ্ধান্ত ভুল হয়’! এই বক্তব্য তাঁর নয়। ভুল ব্যাখ্যা করা হয়েছে, অভিযোগ করেছেন কুলদীপ যাদব। চায়নাম্যান বলছেন, “আমার মতো একজন তরুণ ক্রিকেটার এমন অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে এই ধরনের মন্তব্য কেন করবে? উইকেটের পিছনে তিনি থাকেন বলেই আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তাঁর ইনপুট ছাড়া আমরা অর্ধ-সফলও হতে পারতাম না।”


একই সঙ্গে ক্যারিবিয়ান তারকা রাসেলের থেকে অনেক কিছু শেখার বিষয়ও অবলীলায় জানিয়েছেন কুলদীপ। বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়া রাসেলের স্পিনে অসুবিধা হয়। বল ঘুরলে সমস্যায় পড়তে পারে ক্যারিবায়ান ক্রিকেটাররা। আইপিএল-এ এক দলে খেললেও বিশ্বের সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্টে রাসেল-কুলদীপ একে অপরের প্রতিপক্ষ। কেউ কাউকে এক চুলও জমি ছেড়ে দেবেন না। প্রত্যয়ী তরুণ তারকা বলছেন, “আমি জানি কীভাবে তাঁকে (রাসেল) থামাতে হবে। বিশ্বকাপে তাঁকে নিয়ে আমার আলাদা ভাবনা রয়েছে এবং আমি সেই বিষয়ে খুব পরিষ্কার।”