মুম্বই: কংগ্রেস প্রার্থীর হয়ে ভোটের প্রচার করছিলেন।এই ঘটনায় বিশিষ্ট কুস্তিগীর ও পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার নরসিংহ যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
মুম্বই পুলিশের স্থানীয় আর্মস ডিভিশনে কর্মরত যাদব গত রবিবার কংগ্রেস প্রার্থী সঞ্জয় নিরুপমের প্রচার অভিযানে যোগ দেন বলে অভিযোগ। মুম্বই-উত্তর পশ্চিম আসনের প্রার্থী নিরুপম।
এই ঘটনা নিয়ে নির্বাচন কর্মী রাজ্য নির্বাচনী অফিসে একটি রিপোর্ট পাঠান। এর পরিপ্রেক্ষিতে আম্বোলি পুলিশ সোমবার যাদবের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে।
পুলিশের আধিকারিক জানিয়েছেন, এ ব্যাপারে ২০১০-এর কমনওয়েল্থ গেমসে সোনাজয়ী কুস্তিগীরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।
কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার, কুস্তিগীর তথা পুলিশকর্মী নরসিংহ যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2019 07:22 PM (IST)
এই ঘটনা নিয়ে নির্বাচন কর্মী রাজ্য নির্বাচনী অফিসে একটি রিপোর্ট পাঠান। এর পরিপ্রেক্ষিতে আম্বোলি পুলিশ সোমবার যাদবের বিরুদ্ধে জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করে।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -