আমিরকে শেষ বড়পর্দায় দেখা গিয়েছিল ‘ঠগস অফ হিন্দস্তান’ ছবিতে। তাঁর সঙ্গে এই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখ। তা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। আমির জানিয়েছেন, তিনি এখন পরবর্তী ছবি ‘লাল সিংহ চাড্ডা’-র জন্য প্রস্তুতি শুরু করেছেন। অক্টোবর থেকে শ্যুটিং শুরু হবে। এই ছবির জন্য ২০ কিলো ওজন কমাবেন তিনি। বিমানে ইকনমি ক্লাসে আমির, ‘সারল্যে’ মুগ্ধ ভক্তরা
Web Desk, ABP Ananda | 23 Apr 2019 04:41 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, জানলার পাশের আসনে চুপচাপ বসে আছেন আমির। তাঁকে সেখানে দেখে সহযাত্রীরা অবাক হয়ে গিয়েছেন।
ফাইল ছবি
নয়াদিল্লি: সম্প্রতি একটি বিমানের ইকনমি ক্লাসে ভ্রমণ করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা আমির খান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, জানলার পাশের আসনে চুপচাপ বসে আছেন আমির। তাঁকে সেখানে দেখে সহযাত্রীরা অবাক হয়ে গিয়েছেন। তাঁরা ভাবতেই পারেননি, আমির বিমানের ইকনমি ক্লাসে ভ্রমণ করবেন। এই অভিনেতার ‘সারল্য’ দেখে তাঁর ভক্তরা মুগ্ধ।