কলম্বো: শ্রীলঙ্কায় ইস্টারের রবিবার একাধিক ভয়াবহ বিস্ফোরণের দায় নিল ইসলামিক স্টেট (আইসিস) সন্ত্রাসবাদী গোষ্ঠী। দুনিয়াব্যাপী ত্রাস হয়ে ওঠা সংগঠনটি নিজেদের প্রচার-প্রোপাগান্ডা চালানো আমাক সংবাদ এজেন্সির মাধ্যমে বিবৃতি দিয়ে নাশকতার দায় নিয়েছে বলে জানিয়েছে সাইট ইনটেলিজেন্স গোষ্ঠী, যারা সর্বত্র সন্ত্রাসবাদী কার্যকলাপের ওপর নজরদারি চালায়। বিবৃতিতে বলা হয়েছে, গতকালের আগের দিন শ্রীলঙ্কায় খ্রিস্টান ও মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্যদের টার্গেট করে যারা ওই হামলা করেছে, তারা ইসলামিক স্টেট গোষ্ঠীর যোদ্ধা।
যদিও শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র তথা স্বাস্থ্যমন্ত্রী রজিথা সেনারত্নে ইতিমধ্যেই রবিবারের সিরিয়াল বিস্ফোরণে ন্যাশনাল তৌহিদ জামাত নামে স্থানীয় সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বিস্ফোরণে জড়িত সব আত্মঘাতী মানববোমা শ্রীলঙ্কার নাগরিক বলে আমাদের ধারণা। রবিবার শ্রীলঙ্কা কাঁপিয়ে আটটি বিস্ফোরণ হয় তিন গির্জা, তিনটি বিলাসবহুল হোটেলে। যার বলি হন ৩২১ জন।
শ্রীলঙ্কায় ইস্টারের রবিবারের একাধিক বিস্ফোরণের দায় নিল আইসিস
Web Desk, ABP Ananda
Updated at:
23 Apr 2019 05:04 PM (IST)
যদিও শ্রীলঙ্কা সরকারের মুখপাত্র তথা স্বাস্থ্যমন্ত্রী রজিথা সেনারত্নে ইতিমধ্যেই রবিবারের সিরিয়াল বিস্ফোরণে ন্যাশনাল তৌহিদ জামাত নামে স্থানীয় সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছেন।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -