নয়াদিল্লি: প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর তাঁর সম্পর্কে অবমাননাকর, কুরুচিকর মন্তব্য লেখা প্যামফ্লেট ছড়াচ্ছেন বলে অভিযোগ পূর্ব দিল্লির আমআদমি পার্টি (আপ) প্রার্থী আতিশি মার্লেনার। আজ সাংবাদিকদের সামনে ওই প্যামফ্লেট পড়ে শোনাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সাংবাদিক বৈঠকে তাঁর পাশে বসেছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। ক্রিকেট থেকে রাজনীতির ময়দানে আসা গম্ভীরের প্যামফ্লেটে তাঁর ও তাঁর পরিবার সম্পর্কে অপমানজনক মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন আতিশি, বলেন, সেগুলি কেন্দ্রের বিভিন্ন আবাসনে দিচ্ছে বিজেপি। আতিশি বলেন, গম্ভীরকে রাজনীতিতে পা দেওয়ার পর আমি নিজে তাঁকে স্বাগত জানিয়েছিলাম, কিন্তু কখনও কল্পনা করিনি, তিনি লোকসভা ভোটের প্রচারে এতটা নীচে নামবেন! গম্ভীরের কাছে আমার শুধু একটাই প্রশ্ন, একজন মহিলার সঙ্গে উনি এমন করলে পূর্ব দিল্লির সেই লাখ লাখ মহিলার কী হবে, যাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? যদিও গৌতম নিজে, তাঁর দল বিজেপিও অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির দাবি, সাজানো অভিযোগ তুলছে আপ। বিজেপির পূর্ব দিল্লির মিডিয়া ইনচার্জ বলেছেন, ওই প্যামপ্লেটের সঙ্গে বিজেপির কোনও সম্পর্কই নেই। আপের কোনও চরিত্র নেই। এধরনের সাজানো অভিযোগ তোলায় আপের জুড়ি মেলা ভার। লোকসভা ভোটে ওদের ভরাডুবি হতে চলেছে। তবুও লড়াইয়ে থাকার জন্য নেতাদের থাপ্পড় মারানো, আপত্তিকর প্যামফ্লেট ছড়ানোর মতো যে কোনও কাজ করতে পারে ওরা। গম্ভীরও দফায় দফায় ট্যুইটে বলেন, তিনিও অরবিন্দ কেজরিবালের মতো কাউকে মুখ্যমন্ত্রী পদে দেখতে লজ্জিত। অভিযোগ প্রমাণ হলে প্রার্থীপদ তুলে নেবেন বলেও জানিয়েছেন গম্ভীর।
তিনি বলেছেন, অরবিন্দ কেজরিবাল, আপনার, একজন মহিলার, যিনি আবার আপনার সহযোগীও সম্ভ্রমহানির প্রতি ঘৃণা জানাচ্ছি। এত সব শুধু ভোটে জেতার জন্য? মুখ্যমন্ত্রী আপনি নোংরা। আপনার নোংরা মন পরিষ্কার করতে দলেরই কাউকে হয়তো আপনার ঝাড়ু ধরতে হবে। আমার চ্যালেঞ্জ অরবিন্দ কেজরিবাল ও আতিশিকে। যদি প্রমাণ হয়, এসব আমি করেছি, মনোনয়ন তুলে নেব। আর তা না হলে, আপনারা কি রাজনীতি ছাড়বেন? কেজরিবাল নিজেও ট্যুইট করেন, এমন মানসিকতার লোকজন ভোটে জিতলে কী করে মহিলারা নিরাপদ বোধ করবেন। আতিশি, শক্ত থাকুন। বুঝতে পারছি, কতটা কঠিন এটা আপনার পক্ষে। ঠিক এই ধরনের শক্তির বিরুদ্ধেই আমাদের লড়তে হবে। গম্ভীর এতটা নীচে নামবেন, এটা তিনি কখনও ভাবেননি বলেও আক্ষেপ প্রকাশ করেন কেজরিবাল।