শিবাশিস মৌলিক, আলিপুরদুয়ার: তাঁর রোজের খাবার ডাল আলু আর ভাত। পছন্দের খাবার বলতে মূলত নিরামিষ পদই। কিন্তু ভোটের প্রচারে তাঁর প্রিয় খাবার কর্মীদের রেঁধে আনা সবকিছুই। তাই প্রচারের মাঝে ডিম ভাত খেতে মাঠেই বসে পড়েন আলিপুরদুয়ারের (Alipurduar) তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক (TMC Candidate Prakash Chik Baraik)।
প্রতিদিন চলছে ভোট-প্রচার, চলছে ভোট পুজো (Lok Sabha Election 2024)। ব্য়স্ততা এখন তুঙ্গে। কিন্তু শরীরটাও তো রাখতে হবে। তাই চলবে পেটপুজো। যদিও এই গরমে পেট ঠিক রাখতে খাবারও খেতে হবে মেপে। তাই একেবারে মেপে খাবার খাচ্ছেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী।
কী থাকছে মেনুতে?
আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইকের পাতে থাকছে ডিমের ঝোল, ভাত, আলুর তরকারি। তারই সঙ্গে থাকছে ডাঁটা চচ্চড়ি।
সকাল থেকে প্রচার করে, দুপুরে ভাতের থালা নিয়ে মাঠেই বসে পড়ছেন প্রকাশ চিক বরাইক। হঠাৎ দেখলে মনে হবে পিকনিক হচ্ছে। শনিবার দুপুরে জুড়ানটি চা বাগানের মাঠে বসেই ডিম ভাত খেলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী। তিনি বলছেন, 'বাড়িতে সকালে একবার খাবার খেয়ে বের হই, দুপুরে বিশেষ খাবার জোটে না, কর্মীরা আয়োজন করলে যখন যা পাই তা খাই, ফেনা ভাত দিলেও তৃপ্তি করে খাই কর্মীদের সঙ্গে একসঙ্গে।'
২০১৯ সালে আলিপুরদুয়ারে জিতেছিলেন বিজেপি প্রার্থী। এবার লোকসভা নির্বাচনে সেই আলিপুরদুয়ারে ঘাসফুলের পতাকা ওড়াতে তৃণমূলের রাজ্য়সভার সাংসদ প্রকাশ চিক বরাইকের উপর ভরসা রেখেছে তৃণমূল। এবার তাঁর লড়াই বিজেপির মনোজ টিগ্গা ও আরএসপির মিলি ওরাওঁ।
প্রচারের এমন চাপ যে মাঝেমাঝেই খাওয়া হচ্ছে না দুপুরে। যদিও সেদিকে খেয়াল রাখছেন দলীয় কর্মীরা। রেঁধে আনছেন তাঁরাই। সেই খাবারই খাচ্ছেন তিনি।
প্রচারে বনগাঁর তৃণমূল প্রার্থী:
উদ্দেশ্য় বনগাঁর মাটিতে ঘাসফুল ফোটানো। ভোটের ময়দানে এবার তাঁর বিপরীতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। প্রতিপক্ষ, বিজেপির বিদায়ী সাংসদ, তাই চাই বাড়তি শক্তি। তার জন্য় ঠিক রাখতে হবে শরীর...আর শরীর ঠিক রাখতে বাড়ির খাবারেই ভরসা রাখছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। প্রচারের মাঝে শরীর সুস্থ রাখতে খাচ্ছেন মেপে। ভোটের আগে প্রায় প্রতিদিনই খাচ্ছেন নিরামিষ, হালকা খাবার। থাকছে ভাত, শাক ভাজা, উচ্ছে ডাল, পটল ভাজা, পাঁপড় ভাজা, দই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে ঢালাও উন্নয়নের আশ্বাস! কীভাবে? ধূপগুড়িতে বললেন মোদি