সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে, প্রার্থী ইস্যুতে কম জল্পনা হয়নি এই কেন্দ্রে। মূলত তৃণমূলের জনগর্জন সভায়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে পার্থ ভৌমিকের নাম প্রকাশ্যে আসতেই শুরু হয় চাপান উতোর। লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে, ফিরে এসে ভূল করেছেন, এমন কথা শোনা যায় সেসময় অর্জুন সিংহের মুখে (BJP Candidate Arjun Singh)। তারপর জল্পনা। তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা ? অবশেষে জল্পনা সত্যি করেই তিনি যোগ দেন ফের গেরুয়া শিবিরে। এরপর অর্জুনকে টিকিট দেয় বিজেপি। ভোটে লড়ছেন বিজেপির হয়েই সেই পার্থ ভৌমিকের বিপরীতেই। আর এবার দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে পতাকা ব্যানার লাগানোয় শুক্রবার বিজেপিকে কর্মীকে বেদম প্রহার করার অভিযোগ উঠল ভাটপাড়ায়। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই (TMC)।


অর্জুনের সমর্থনে ব্যানার দিতেই  BJP-কে কর্মীকে বেধড়ক মার, পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ


ভাটপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের চার নম্বর জুটমিল লাইনের বাসিন্দা আক্রান্ত বিজেপি কর্মী সুরেশ দাস (৪২) ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত বিজেপি কর্মী সুরেশ দাস জানান, 'বুধবার রাতে তিনি ভাটপাড়া মোড়ে দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে পতাকা ও ব্যানার লাগাচ্ছিলেন। সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সানি বর্মা দলবল নিয়ে এসে ব্যানার লাগাতে নিষেধ করে। এতে উভয় পক্ষের মধ্যে বচসা হয়।' সুরেশ দাসের অভিযোগ, বচসা চলাকালীন সানি তাঁকে সপাটে চড় মারে। পরদিন তিনি ভাটপাড়া থানায় সানি ও তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ।


আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে আসেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং


আক্রান্তের আরও অভিযোগ, এদিন দুপুরে তাঁকে জুটমিল লাইনের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে লোহার রড ও পেয়ারা গাছের ডাল দিয়ে পেটায়। এদিকে নির্বাচন কমিশনের লোকজন হাসপাতালে এলে তাঁদের ঘিরে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপি কর্মীরা। আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে আসেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং।


আরও পড়ুন, প্রসূনের সমর্থনে রোড শো সোহমের, আচমকাই বিশৃঙ্খলা, ধস্তাধস্তি TMC কর্মীদের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।