অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহ, মালদা: অভিনেতা তথা চণ্ডিপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর রোড শোতে বিশৃঙ্খলা (Chaos)। আচমকা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা (TMC Inner Clash)। তবে তা বেশিদূর গড়ায়নি। তার আগেই তৃণমূল নেতৃত্ব গোটা ঘটনাটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে মালদার মঙ্গলবাড়ী বুলবুলি মোড় এলাকায়। 


তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন সোহম


মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন সোহম।  শনিবার দুপুর দুটোর সময় পুরাতন মালদার মঙ্গলবাড়ী বুলবুলি মোড় থেকে বাইক মিছিলের মাধ্যমে প্রচার করেন তিনি। এদিন সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়াও সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজিনুর সঙ্গে ছিলেন মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি বাবলা সরকার তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস। পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ-সহ আরও অন্যান্য নেতৃত্বরা।


আচমকাই সোহমের রোড শোতে বিশৃঙ্খলা


এদিন বহু সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে পৌরসভা এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে বাইক র‍্যালি করেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর তাঁকে দেখতে পথে বহু মানুষের ভিড় জমে। অন্যদিকে অভিনেতা সোহম চক্রবর্তীর বাইক র‍্যালিটি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া ঢুকতেই শঙ্খ বাজিয়ে অভ্যর্থনা জানান ওই এলাকার তৃণমূলের মহিলা কমিটির সদস্যরা। এই অবধি সব ঠিকই ছিল, আচমকা সেখানেই শুরু হয় বিশৃঙ্খলা। ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। যদিও মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূল নেতৃত্ব।


 'এত মানুষ এসেছিল, দূর থেকে মনে হচ্ছিল বিশৃঙ্খলা , আসলে তা নয়'


যদিও গোটা ঘটনার পর তোপ দেগেছে গেরুয়া শিবির। পাল্টা বিশ্লেষণ শাসক নেতার। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদকের অভিযোগ, 'এটাই তৃণমূলের সংস্কৃতি। হেলমেড ছাড়া বাইক রেলি করছেন। আর সেখানে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছেন।'  'কোনওরকম বিশৃঙ্খলা হয়নি। এত মানুষ এসেছিল, দূর থেকে মনে হচ্ছিল বিশৃঙ্খলা । আসলে তা নয়। এমনটাই দাবি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির।


আরও পড়ুন, 'এখন থেকেই বলছে জেলে পুরবে, উল্টো টাঙিয়ে দেবে, জিতলে কী করবে ভাবুন'! মমতার নিশানায় BJP


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।