সৌরভ বন্দ্য়োপাধ্যায়, সোমনাথ মিত্র, আরামবাগ: কাঞ্চনের পর এবার কল্যাণের কাছে 'ব্রাত্য' অপরূপা (Aparupa Poddar)। এবারের লোকসভা ভোটে টিকিট পাননি আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আর এর মধ্য়েই এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রচার সভায়, স্টেজে উঠতে বাধা দেওয়া হল তাঁকে। এনিয়ে অভিমানী অপরূপা আঙুল তুললেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে। আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে মমতার সভা ছিল। আর এদিকে আরামবাগে দলেরই বিদায়ী সাংসদ অপরূপাকে মঞ্চে উঠতে বাধা দেওয়ার অভিযোগ। যদিও এই ঘটনার পর চুপ নেই তিনি। ক্ষোভ উগরে দিলেন আরামবাগের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। বললেন 'কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বেচারাম মান্না ও করবী মান্না মঞ্চে উঠতে দেননি। ওরা এভাবেই তফশিলি, সংখ্যালঘুদের অপমান করেন।'


' কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হরিপালের দাদা ,বৌদি মঞ্চে উঠতে দেয়নি'


আজ আরামবাগে তৃণমূলের প্রার্থী মিতালী বাগের সমর্থনে সভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সভামঞ্চে দেখা যায়নি  আরামবাগের বিদায়ী সংসদ অপরূপা পোদ্দারকে। সভাচলাকালীনই সভাস্থল থেকে ফিরে গেলেন অপরূপা পোদ্দার। সভামঞ্চে থেকে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে গেলেন,' শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হরিপালের দাদা ,বৌদি মঞ্চে উঠতে দেয়নি। কারণ এনারা এভাবেই দলিত তপশিলি ও সংখ্যালঘুদের অপমান করে। কিন্তু আমি এখনও দলের সাংসদ।' 


আমি আজকে মঞ্চে গিয়েছি অনেক দেরি করে : কল্যাণ


 অপরদিকে, এর উত্তরে পাল্টা কল্যাণ বলেন, 'আজকে মুখ্যমন্ত্রীর মঞ্চে কে থাকবে কে কে থাকবে না সেটা ওখানকার সভাপতি রামেন্দু সিংহ রায় বলতে পারবেন । আমি আজকে মঞ্চে গিয়েছি অনেক দেরি করে। সেখানে আমি লিস্ট দেখে তবেই মঞ্চে উঠেছি। আমাকে এসব কথা বলে কোনও লাভ নেই কেউ। তপশিলি বা সংখ্যালঘু বলে যদি কেউ সহানুভূতি আদায়ের চেষ্টা করে তাহলে আমার কিছু করার নেই।এদের আমার প্রতি ব্যক্তিগত রাগ রয়েছে।'


যা বলার দল বলবে : হরিপালের বিধায়ক


এই ঘটনা হরিপালের বিধায়ক করবী মান্না জানিয়েছেন , 'যা বলার দল বলবে। আমি কিছু বলব। পাশাপাশি সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, আমি বলাগড়ে মুখ্যমন্ত্রীর জনসভায় ছিলাম। তাই আরামবাগে কি হয়েছে জানি না।' ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় জানান, 'বিষয়টা আমার চোখে পড়ে নি। আমি খুব ব্যস্ত ছিলাম।  তাছাড়া মুখ্যমন্ত্রীর একটা প্রোটকল থাকে। এলাকার  সভাপতি সহ অনেকে মঞ্চে স্থান পায়নি।'


আরও পড়ুন, শ্লীলতাহানির অভিযোগে CC ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার ঘোষণা রাজভবনের, কিন্তু..


এই দলের ভবিষ্যত বলে কিছু নেই : বিজেপি


ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ জানান, 'বিষয়টা খারাপ লাগছে, তবে তৃনমূল কংগ্ৰেসের এটা কালচার। কোন দিন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে উঠতে দিচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাও ঘটছে পারে। এই দলের ভবিষ্যত বলে কিছু নেই।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।