সোমনাথ মিত্র, হুগলি: আর কদিন পরেই লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। তার আগে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। কেউ ভোটারদের দোরে দোরে ঘুরছেন, কেউ আবার ঢুকে যাচ্ছেন রান্নাঘরে। আরামবাগের (Arambagh Poll Campaign) তৃণমূল প্রার্থী মিতালি বাগকে বৃহস্পতিবার দেখা গেল দাওয়ায় বসে গল্প করতে। খোঁজ নিলেন ঘরকন্নারও।
আজ হরিপাল বিধানসভার অন্তর্গত নারায়ণপুর বাহিরখন্ড এলাকার নন্দকুঠী শিবমন্দিরের পুজো দিয়ে প্রচার শুরু করেন মিতালি বাগ। প্রচারের ফাঁকে ফাঁকে একাধিক মন্দিরে পুজো দেন প্রার্থী। বাহিরখন্ডের পর দ্বারহাটা পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করেন তিনি। তারপর পৌঁছন পশ্চিম গোপীনাথপুর গ্ৰাম পঞ্চায়েত এলাকায়। সেখানে ভারামল্লভপুর গ্ৰামে শতাব্দী প্রাচীন সরাই মনসা মাতার মন্দিরে পুজো দেন মিতালি বাগ। তারপরেই তিনি হাজির হন স্থানীয় এক চাষির বাড়িতে। মাটির বাড়ির দাওয়ায় বসে কথা বলেন চাষবাস নিয়ে। খোঁজ নেন আলুর ফলন নিয়েও। চাষির স্ত্রীর কাছে জানতে চান কী রান্না হয়েছে? ওই মহিলা জানান আজ করলা চচ্চড়ি হয়েছে। তখনই তৃণমূল প্রার্থীর পরামর্শ, 'সর্ষে বাটা দিয়ে করলা চচ্চড়ি দারুণ খেতে। সে ভাবেই রান্না করেছেন?'
আজ গোটা কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক করবী মান্না।
এদিন মিতালি বাগ বলেন, 'আমরা কোনও শুভ কাজ করতে গেলে বড়দের প্রণাম করি। একটা শুভ কাজ করছি ঠাকুরের আশীর্বাদ নেব না এটা হতে পারে না।' তিনি আরও বলেন, 'এটা কোনও বাড়তি অক্সিজেন দেবে তা নয়। আমরা ধর্মপ্রাণ মানুষ । সরকারের জনমুখী প্রকল্পই আমাদের অক্সিজেন।'
প্রচারে বিজেপি প্রার্থীও:
এদিন প্রচার করেছেন আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থীও (Arambagh PC BJP Candidate)। গোঘাট বিধানসভার স্বরূপনারায়ণ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী অরুণকান্তি দিগার। মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তনেও যোগ দেন তিনি। কাঁধে ঢোল তুলে নিয়ে ঢোলও বাজান। বিজেপি প্রার্থী অরুণকান্তি দিগার জানান, 'রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে যেমন লড়াই চলবে, তেমনি কেন্দ্রের জনমুখী প্রকল্প নিয়ে মানুষের কাছে পৌঁছন হবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ২০০০-এর নোট নিয়ে বড় ঘোষণা RBI-এর! কী হবে ১ এপ্রিল?