উত্তর ২৪ পরগনা: বছরটা একুশের বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) ঠিক পরের বছর। ২০২২। বিজেপির ভরাডুবি। আর সবুজ ঝড় রাজ্যের অলিতেগলিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে পৌঁছে গিয়েছিলেন অর্জুন সিংহ। তারপর বাকিটা তো সবার জানা। গেরুয়া শিবির ছেড়ে, অভিষেকের হাত ধরেই তিনি ঘাসফুলে যোগ দিয়েছিলেন। দেখতে দেখতে গঙ্গা দিয়ে অনেকজলই বয়ে গিয়েছে।


দোরগোড়ায় লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ইতিমধ্যেই কমিশন রাজ্যে আসার আগেই বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে। আর আজ জনগর্জন সভাতে প্রার্থী তালিকা প্রকাশ করেছে শাসকদলও। এদিকে নাম নেই অর্জুন সিংহের। প্রার্থী তালিকা ঘোষণার পর সভামঞ্চে সকল প্রার্থীরাই একসঙ্গে হেঁটেছেন। এদিকে এতসব কাণ্ডের পর, নিজের কেন্দ্রে টিকিট না পেয়ে কার্যতই 'বিদ্রোহী' অর্জুন সিংহ (Arjun Singh)।


ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। এদিকে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই, জানতে পেরেই এদিন সাংবাদিকদের সামনে বিস্ফোরক তিনি। এদিন তিনি বলেন, 'ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে বলেছিল। আগে জানলে তৃণমূলে ফিরতাম না।' এদিকে, অর্জুন সিংহ টিকিট না পাওয়ার প্রতিবাদে, বিক্ষোভে নেমেছে অনুগামীদের দল। 


মূলত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই শুরু হয়ে গেল ক্ষোভ-বিক্ষোভ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার পার্থ ভৌমিককে প্রার্থী করেছে তৃণমূল।এই কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।গত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে জেতার পর,রবিবারও ব্রিগেডের মঞ্চে ছিলেন অর্জুন সিং। কিন্তু, ব্য়ারাকপুরের প্রার্থী ঘোষণার সময় অর্জুনের বদলে নিলেন পার্থ ভৌমিকের নাম।


যদিও পার্থ ভৌমিকের গলায় আশ্বাসের সুর। বলেছেন, 'নিপীড়িত, বঞ্চিত মানুষের জন্য যে লড়াই সেই লড়াইতে আমি, অর্জুন সবাই পাশপাশি থাকব। হয়তো আগে ও  MP ছিল আমি MLA ছিলাম। এখন আমি লোকসভাতে দাঁড়াচ্ছি, ও নিশ্চয় অন্য কিছু সম্মান জনক, দল নিশ্চয় ওর জন্য অন্য কিছু একটা ভাববে। নিশ্চিত ভাবে ও সম্মানজনক কিছু পাবে।'


আরও পড়ুন, বহরমপুরে ঘাসফুলের প্রার্থী ইউসুফ পাঠান, কোন চোখে দেখছেন অধীর চৌধুরী ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)