কলকাতা: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই হয়ে গিয়েছে দু'দফার নির্বাচন। এখনও বাকি আরও পাঁচ দফার নির্বাচন। যার মধ্যে চতুর্থ দফা অর্থাৎ ১৩ মে ভোট রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে (Asansol)। এবার এই আসনে ত্রিমুখী লড়াই হচ্ছে। এই কেন্দ্রের তৃণমূলের টিকিটে লড়ছেন ওই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিজেপি প্রার্থী করেছে সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়াকে। সিপিএমের প্রার্থী জাহানারা খান। 

বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে কে কোথায়?

আসানসোলে লোকসভা কেন্দ্রে অন্তর্গত যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলি হল পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি। পাণ্ডবেশ্বর নরেন্দ্রনাথ চক্রবর্তী, রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক, কুলটির বিধায়ক অজয় কুমার পোদ্দার ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফল
বিধানসভা নাম বিধায়কের নাম রাজনৈতিক দল
পাণ্ডবেশ্বর নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস
রানিগঞ্জ তাপস বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস
জামুড়িয়া হরেরাম সিং তৃণমূল কংগ্রেস
আসানসোল দক্ষিণ অগ্নিমিত্রা পাল বিজেপি
আসানসোল উত্তর মলয় ঘটক তৃণমূল কংগ্রেস
কুলটি অজয় কুমার পোদ্দার বিজেপি
বারাবনি বিধান উপাধ্যায় তৃণমূল কংগ্রেস

ফিরে দেখা: ২০১৪ ও ২০১৯ সালে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন বাবুল সুপ্রিয়। ২০২১ সালে ঘটে ছন্দপতন। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা মাস দুয়েকের মধ্যেই বিজেপি ত্যাগ করেন। পরে সাংসদ পদ থেকেও ইস্তফা দেন বাবুল। যোগ দেন তৃণমূল কংগ্রেসে। বর্তমানে তিনি বালিগঞ্জের বিধায়ক। বাবুলের ছেড়ে আসা আসনে উপনির্বাচন করাতে হয় আসানসোলে। আর সেই উপনির্বাচনেই প্রথমবারের জন্য আসানসোলে ঘাসফুল ফোটে। জয়ী হন শত্রুঘ্ন সিনহা। এবার প্রার্থী ঘোষণার একবারে শুরুতে ভোজপুরী গায়ক-অভিনেতা পবন সিংকে আসানসোল থেকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু, ব্য়ক্তিগত কারণ দেখিয়ে আসানসোল থেকে সরে যান তিনি। এরপর সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়াকে প্রার্থী করেছে বিজেপি। আসানসোলের বিদায়ী সাংসদ, তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে  বিজেপির অস্ত্র, বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ, সুরিন্দর সিং অহলুওয়ালিয়া।

লোকসভা কেন্দ্রের সামগ্রিক ছবি: এই লোকসভা কেন্দ্রে সাক্ষরতার হার ৬৭.৯৯ শতাংশ। ২০১১ সালের জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যার ২২.৪ শতাংশ তফশিলি জাতির ভোটার, ৬.১ শতাংশ তফশিলি উপজাতির ভোটার রয়েছে। সংখ্যালঘু ভোটারের শতকরা হার ১৫.৬ শতাংশ। গ্রামীণ ভোটারের হার মোট জনসংখ্যার ১৯.৪ শতাংশ। শহরের থাকেন এমন ভোটারের হার ৮০.৬ শতাংশ। ২০১৯ সাল অর্থাৎ এর আগের লোকসভা ভোটের নিরিখে মালদা উত্তরের মোট ভোটারের সংখ্যা ছিল ১৬ লক্ষ ১৪ হাজার ৯১৭। মোট বুথের সংখ্যা ছিল ১ হাজার ৮৬১।

 

শেষ তিন লোকসভা নির্বাচনে জয়ী কারা?

২০০৯ বংশগোপাল চৌধুরী সিপিএম
২০১৪ বাবুল সুপ্রিয় বিজেপি
২০১৯ বাবুল সুপ্রিয় বিজেপি

২০১৯ লোকসভা নির্বাচনের ফল কোন দলের কেমন ছিল?

২০১৯ এর লোকসভা ভোটে, আসানসোল থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছিলেন প্রায় ১ লক্ষ ৯৭ হাজার ভোটে। গত লোকসভা নির্বাচনে বাবুল সুপ্রিয়র প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৬ লক্ষ ৩২ হাজার ৭২৭, মুনমুন সেন পেয়েছিলেন ৪ লক্ষ ৩৫ হাজার ৫৮৪। সিপিএমের গৌরাঙ্গ চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৮৭ হাজার ৫৫৩ ভোট। বিজেপির প্রাপ্ত ভোটের হার ৫১.৭ শতাংশ, তৃণমূল পায় ৩৫.৬ শতাংশ ভোট। সিপিএমের শতকরা হিসেবে প্রাপ্ত ভোটের হার ৭.২ শতাংশ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল
প্রার্থী
রাজনৈতিক দল
ভোট
শতকরা হার
বাবুল সুপ্রিয়
বিজেপি
632727
51.7
মুনমুন সেন
তৃণমূল কংগ্রেস
435584
35.6
গৌরাঙ্গ চট্টোপাধ্যায়
সিপিএম
87553
7.2

প্রার্থী নিয়ে বিতর্ক: মার্চের শুরুতে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করে বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রের (Lok Sabha Election 2024) প্রার্থীর নামও ঘোষণা করা হয়। সেখানে নাম ছিল পবন সিংহের (Pawan Singh Candidate)। আর প্রার্থীর নাম ঘোষণা হতেই সমালোচনার ঝড় ওঠে। পবন সিংহের বেশ কিছু গানের অ্যালবাম ও সিনেমার গানের কথা নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, ওই গানগুলিতে বাঙালি নারীদের অপমান করা হয়েছে। যা নিয়ে শুরু হয় প্রতিবাদও। এমনকী বহিরাগত প্রসঙ্গও উঠে আসে। যা কার্যত অস্বস্তির মুখে পড়ে গেরুয়া শিবির। এরপর সংশ্লিষ্ট কেন্দ্র থেকে লড়বেন না বলে ভোট থেকে সরে দাঁড়ান পবন সিংহ। 

তথ্যসূত্র: চাণক্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Malda Uttar Lok Sabha Constituency:ফিরবে 'হাত'-এর জোর? নাকি ফের ফুটবে পদ্ম ফুল? মালদা উত্তরে ভরসা বজায় রাখবেন তৃণমূলের প্রসূন?