অর্ণব মুখোপাধ্যায়,  মুন্না আগরওয়াল, বালুরঘাট : লোকসভা ভোটের দ্বিতীয় দফাতে সকাল থেকে উত্তপ্ত বালুর ঘাট। তপনের একটি বুথে সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এর কিছুক্ষণের মধ্যেই  বালুরঘাট শহরে মহিলা বিজেপি কর্মীকে সপাটে চড় কষালেন মহিলা তৃণমূল কর্মী ! আর তাই নিয়ে উত্তেজনা চরমে। 


বিজেপি কর্মীকে চড়
বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযোগ, ভোট দিতে আসা বিজেপি কর্মী রাখি শীলকে চড় মারেন তৃণমূলের ওয়ার্ড সভাপতির স্ত্রী রুবিতা মহন্ত। চড মারিনি, ধাক্কা মেরেছি, সুকান্ত মজুমদার আসায় ভিড় জমে যায়। সাধারণ ভোটারদের অসুবিধা হচ্ছিল। তাই প্রতিবাদ করি। সেটার ভিডিও করছিলেন মহিলা বিজেপি কর্মী। দাবি মহিলা তৃণমূল কর্মীর। 


বিজেপির মহিলা কর্মীদের কুরুচিকর ভাষায় 'আক্রমণ'
সকাল থেকেই  ফুটছে সুকান্ত মজুমদারের কেন্দ্র। তপনে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। তা দেখতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি অনুগামীদের নিয়ে সেখানে হাজির হতেই তৃণমূলকর্মীরা স্লোগান দিতে শুরু করে। এরপরই রেগেমেগে তেড়ে  যান সুকান্ত । তৃণমূলকর্মীদের গো-ব্যাকের পাল্টা স্লোগান ওঠে বিজেপির তরফে । জয় শ্রীরাম স্লোগান তুলতেই আরও ক্ষেপে ওঠেন তৃণমূল কর্মীরা।  তৃণমূলকর্মীদের সঙ্গে সুকান্ত মজুমদারের বচসা চরমে ওঠে।  বিজেপির মহিলা কর্মীদের কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। তৃণমূল অবশ্য তা মানতে নারাজ। তাদের দাবি, সুকান্তর উস্কানিতেই অশান্তি । তপনের পরিস্থিতি দেখে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন ।  


গোয়ালপোখরে তৃণমূলের বিরুদ্ধে ঘুষ দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ


এদিন তৃণমূলের দাবি, ভোট শুরুর একঘণ্টার মধ্যে বালুরঘাট ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র মিলিয়ে তারা নির্বাচন কমিশনে ৬০টিরও বেশি অভিযোগ দায়ের করেছে। শাসকদলের অভিযোগ, অনেক জায়গায় কেন্দ্রীয় বাহিনী ভোটারদের হেনস্থা করছে। মারধরও করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। পাল্টা গোয়ালপোখরে তৃণমূলের বিরুদ্ধে ঘুষ দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জমা পড়েছে কমিশনে। এই অভিযোগও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। 


ভোট পড়ার হিসেব


প্রবল গরমে যদিও রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে সকাল সকাল ভোট পড়ার শতাংশ প্রথম দফার থেকে কম। এদিন সকাল ৯টা পর্যন্ত দার্জিলিং ও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ১৬ শতাংশ। বালুরঘাট লোকসভা কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৫ শতাংশ।                           


আরও পড়ুন : 


বালুরঘাটে ধুন্ধুমার, বিজেপি মহিলা এজেন্টকে 'মারধর, অশ্লীল উক্তি', প্রতিবাদ সুকান্তর