উত্তর ২৪ পরগনা: বরানগরে উপনির্বাচনের দিনে তুলকালাম পরিস্থিতি (Baranagar By Election 2024 Chaos)। বিজেপির পার্টি অফিস ভাঙচুর। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল বিজেপি কর্মীর। আলম বাজারে আক্রান্ত হন খোদ বিজেপি প্রার্থী সজল ঘোষও ( Baranagar BJP Candidate Sajal Ghosh)। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির।


'কেন্দ্রীয় বাহিনী অপদার্থ..', বরানগরে ভাঙচুর-হামলাকাণ্ডে গর্জে উঠলেন সজল ঘোষ


ঘটনায় ক্ষুব্ধ সজল ঘোষ। তিনি সরাসরি কেন্দ্রীয় বাহিনীর দিকে গর্জে উঠে বলেন, আমাদের পার্টি অফিসে ভাঙচুর চালাবে। বুথ দখল করবে। সবকিছু লুঠ করবে। তাহলে আপনাদের থেকে আমাদের কী সুবিধা হচ্ছে ? এমন কী আঙুল উঁচিয়ে বলেন, আপনারা তো ওখানে উপস্থিত ছিলেন। আপনার একজন তো পালিয়েও গেল ! 'কী করছে কেন্দ্রীয় বাহিনী ? কী বলবেন আপনি ?' সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, শেষ অবধি ক্ষোভ উগরে দিলেন সজল ঘোষ। বললেন, 'সেন্ট্রাল বাহিনী অপদার্থ।'


আলমবাজারে ভুয়ো ভোটার ধরলেন সজল ঘোষ


অপরদিকে, বরানগরের রবীন্দ্র ভবনে ১০২ নম্বর বুথে এদিন ভুয়ো ভোটারকে তাড়া করেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। আলমবাজারে ভুয়ো ভোটার ধরলেন সজল ঘোষ। বরানগরের ৩০ নম্বর ওয়ার্ডে ফের বিক্ষোভের মুখে বিজেপি নেতা কৌস্তভ বাগচি। বরানগরে দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। তৃণমূল নেতাকর্মীর সঙ্গে বচসা তৈরি হয়। পুলিশের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী।


আরও পড়ুন, একজন পিছন ফিরে বসে আছেন, ওরা ৪০০ পেরোবে না: অখিলেশ


বুথের কাছেই তৃণমূলের বেআইনি জমায়েতের অভিযোগ


বরানগর পুুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিকেসি কলেজের বুথের কাছেই তৃণমূলের বেআইনি জমায়েতের অভিযোগ। অভিযোগ তোলেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। পাল্টা শীলভদ্রর উদ্দেশে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ১৪ নম্বর ওয়ার্ডেই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি হয় বলে অভিযোগ। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।