উজ্জ্বল মুখোপাধ্যায়, বসিরহাট : সন্দেশখালিকাণ্ডের পর পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। পরে কলকাতা হাইকোর্ট জামিন দেয়। গতকাল যে পাঁচটি আসনে বামেরা প্রার্থী ঘোষণা করে তার মধ্যে রয়েছে নিরাপদ সর্দারের নাম। বসিরহাট কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন CPM বিধায়ক নিরাপদ সর্দারকে। নাম ঘোষণা হওয়ার পরেই এদিন প্রচারে নেমে পড়েন নিরাপদ সর্দার। এদিন মিছিল করার পাশাপাশি দেওয়াল লিখনেও হাত লাগান তিনি। প্রচারের মাঝেই তিনি আমাদের প্রতিনিধিকে দিলেন একাধিক প্রশ্নের জবাব। সঙ্গে এও জানিয়ে দিলেন, 'শাহজাহান বাহিনী থাকলে মানুষ কিছুটা অস্বস্তির মধ্যে থাকতেন।' তবে, কি এবার এই কেন্দ্রে জয়ের গন্ধ পাচ্ছে বামেরা ? কী বললেন নিরাপদ সর্দার ?
প্রশ্ন : দীর্ঘদিন এই আসনে সিপিআই লড়ত । এবার আপনারা লড়ছেন। কী বলবেন ?
নিরাপদ সর্দার : এবার গোটা রাজ্যজুড়ে বামফ্রন্টের একটা উন্মাদনা তৈরি হয়েছে লোকসভা ভোটের আগে। তৃণমূলের অত্যাচার, তাদের নির্যাতন..এসবের বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলেছেন, সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে সিপিএম পার্টি এবং সিপিএম পার্টির নেতা-সহ নিরাপদ সর্দার। সেই আন্দোলনকে পুষ্ট করার জন্য, যার জন্য তাঁকে জেল খাটতে হয়েছে...সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালির এই আন্দোলনের ঢেউ গোটা রাজ্যে আছড়ে পড়েছে।
প্রশ্ন: আপনি মনে করছেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার বামেরাও ত্রিমুখী লড়াই তৈরি করতে পারবে ?
নিরাপদ সর্দার : শুধু ত্রিমুখী লড়াই না, এবার আপনারা দেখবেন বসিরহাট লোকসভা কেন্দ্রে বামমনোভাবাপন্ন মানুষের একটা ঐক্যের মনোভাব আছে। তাঁরা কখনো বসিরহাটে বিভাজন চাননি। দাঙ্গা চান না। সুতরাং, বিভাজন এবং দাঙ্গা যাঁরা করতে চান, তাঁদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছেন। সেজন্য ত্রিমুখী প্রতিন্দ্বন্দ্বিতায় কিন্তু বামেদের জয় হবে ।
প্রশ্ন : শাহজাহান বাহিনী না থাকায় আপনাদের বাড়তি সুবিধা ?
নিরাপদ সর্দার : শাহজাহান বাহিনী থাকলে মানুষ কিছুটা অস্বস্তির মধ্যে থাকতেন। একটা বিপদের ঝুঁকি নিয়েই এবার নির্বাচনে লড়তেন। কিন্তু, শাহজাহান-বাহিনীর বিরুদ্ধে মানুষ যে ভেতরে ভেতরে তৈরি হচ্ছিলেন, এই আন্দোলন তাঁর প্রমাণ।
শুক্রবার আরও পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। এর মধ্য়ে ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রতীকউর রহমানকে। বসিরহাট কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন CPM বিধায়ক নিরাপদ সর্দারকে। ব্যারাকপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। বারাসাতে বাম প্রার্থী ফরওয়ার্ড ব্লকের প্রবীর ঘোষ। ঘাটালে বামেদের হয়ে লড়বেন সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্য়ায়।