সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভোটের (Lok Sabha Election 2024) আগে পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট (Basirhat Parliamentary Constituency) লোকসভার হাড়োয়া এলাকা।  বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, হাড়োয়ার শালিপুর গ্রাম পঞ্চায়েতের চৌহাটা গ্রামে পতাকা লাগানোর কর্মীদের ওপর হামলা চালানো হয়। ৫ জন বিজেপি কর্মী আহত হন বলে দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ অর্চনা মজুমদার-সহ অন্য নেতারা। হাড়োয়া থানাতেও অভিযোগ জানায় বিজেপি। গেরুয়া শিবিরের কোন্দল বলে দায় এড়িয়েছে তৃণমূল। 


উত্তর ২৪ পরগনায় বারবার অভিযোগ:
ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে ১২ মে জগদ্দলে প্রধানমন্ত্রীর সভা। তার আগে ট্রাক্টর চালিয়ে মাঠ খুঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সভা বানচাল করতেই তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নির্দেশে এই কাজ করেছেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রেবা রাহা, অভিযোগ করেছেন অর্জুন। পুলিশের দাবি, প্রধানমন্ত্রীর সভার আগে গতকাল মাঠ পরিদর্শনে গিয়ে বিষয়টি জানতে পারেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া। তাঁর নির্দেশেই মাঠ খোঁড়ার কাজ বন্ধ করা হয়। অর্জুন সিংয়ের অভিযোগ উড়িয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, মাঠ সৌন্দর্যায়নের কাজ চলায় এই খোঁড়াখুঁড়ি। আজ সকাল থেকে বিজেপির তরফে রোলার চালিয়ে মাঠ সমান করার কাজ শুরু হয়েছে। 

বারাসতেও গন্ডগোলের অভিযোগ:
ভোটের আগে বারাসাতে পুলিশের সামনে বিজেপি কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাঠগড়ায় বারাসাত পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ভৌমিক। তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ পেয়ে সোমবার ওই ওয়ার্ডে যায় বারাসাত থানার পুলিশ। অভিযোগ, তখন পুলিশের সামনেই বিজেপি কর্মীকে খুনের হুমকি দেন তৃণমূল কাউন্সিলর। গতকাল বারাসাত থানায় বিক্ষোভ দেখান বিজেপি যুব মোর্চা কর্মীরা। অভিযোগও দায়ের হয়। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, উল্টে তাঁদের দলীয় কর্মীরাই বিজেপির হাতে আক্রান্ত হচ্ছেন। 

এরই মধ্যে সন্দেশখালিতে CBI:
ফের সন্দেশখালিতে গেল CBI। জোর করে জমি দখলের অভিযোগের তদন্তে শেখ শাহজাহানের খাসতালুকে পৌঁছেছেন CBI-এর আধিকারিকরা। ন্যাজাট থানায় দায়ের হওয়া জমি দখলের অভিযোগ শুনতে সন্দেশখালিতে বাড়ি বাড়ি গেলেন তাঁরা। এদিকে, সন্দেশখালিতে চক্রান্তের অভিযোগ তুলে ফের বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: লরিতে ধাক্কা মারতেই দাউদাউ আগুন! জাতীয় সড়কে ভয়াবহ কাণ্ড