সুজিত মণ্ডল, নদিয়া: সাতসকালে জাতীয় সড়কে লরি, টোটো ও পিক আপ ভ্যানে ভয়াবহ আগুন। সকাল ৭টা নাগাদ নদিয়ার শান্তিপুরে (Shantipur News) ১২ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। রাস্তায় দাঁড়িয়েছিল সার বোঝাই লরি। পিছন থেকে একটি টোটো লরিতে ধাক্কা মারার পর আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশ দিয়ে যাওয়া পিক আপ ভ্যানেও। দাউদাউ করে জ্বলতে শুরু করে ৩টি গাড়ি। অগ্নিদগ্ধ টোটো চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের ২টি ইঞ্জিনের মিনিট পঁয়তাল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Naida News: লরিতে ধাক্কা মারতেই দাউদাউ আগুন! জাতীয় সড়কে ভয়াবহ কাণ্ড
ABP Ananda
Updated at:
08 May 2024 11:06 AM (IST)
Edited By: avirupd
Road Accident: শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। দমকলের ২টি ইঞ্জিনের মিনিট পঁয়তাল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নিজস্ব চিত্র
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
08 May 2024 11:06 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -