বীরভূম: লোকসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই ব্রিগেডের সভা থেকে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। প্রচারও শুরু হয়ে গিয়েছে। আর প্রচারের সময় শোনা যাচ্ছে হুমকি থেকে হুঁশিয়ারি সবকিছুই। চেনা মেজাজে দেখা গেল বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। কঙ্কালীতলায় প্রচারে গিয়ে কোন এলাকায় কত ভোটার, আর সেখান থেকে কত লিড চাই সবটাই বেঁধে দিলেন তিনি।  


নির্বাচনের প্রচারে গিয়ে জয়ের ব্য়বধান বেঁধে দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূমের লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে প্রচারে গিয়ে কাজল শেখ বললেন, 'এলাকায় ভোটার ১৬ হাজার, লিড চাই অন্তত ১০ হাজার'। তিনি বলেন, 'কীভাবে লিড দেবেন, কী করে দেবেন। সময় এল আমি বলব। এখন বলছি না। আপনাদের কাজ হল এখন থেকে প্রতিটি বাড়িতে বাড়িতে যাওয়া। প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলি করেছেন বাংলার সাধারণ মানুষের স্বার্থে, সে প্রকল্পগুলি বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে।' কেউ যদি কোনও প্রকল্পের বাইরে থেকে থাকেন, সেটা জেনে খুঁজে বের করে সাহায্য করতে হবে। প্রয়োজনে নথি ঠিক করে দিতে হবে বলেও জানান তিনি। 


মূলত নানুরের নেতা হিসেবেই পরিচিত ছিলেন কাজল শেখ। বীরভূম তৃণমূলের প্রায় সর্বময় কর্তা ছিলেন অনুব্রত মণ্ডল। সেই সময়ে প্রায়শই অনুব্রত ও কাজলের গোষ্ঠীর মধ্যে চাপানউতোরের ঘটনা সামনে এসেছিল। জেলা রাজনীতিতে অনুব্রতর দাপট এতটাই ছিল যে সেই সময় সেভাবে কর্তৃত্ব জাহির করতে পারেননি কাজল শেখ। গরু পাচার মামলায় এখন তিহারে অনুব্রত মণ্ডল। যদিও দলের তরফ থেকে সবসময় অনুব্রত মণ্ডলের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। অনুব্রতহীন বীরভূমে দাপট বেড়েছে কাজলের। এখন তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। কেষ্টহীন বীরভূমে অনুব্রত-ঘনিষ্ঠদের কোণঠাসা করার অভিযোগও উঠেছিল। সম্প্রতি বীরভূমে একটি মিটিংয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভর্ৎসিত হয়েছিলেন কাজল শেখ।


সম্প্রতি বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে প্রচারে দিয়ে বেফাঁস উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, ভোটের ১৫ দিন আগে ভোট হয়ে যাবে বলে তিনি বলেছিলেন।  মা লক্ষ্মীর বাহিনী থাকায় কেন্দ্রীয় বাহিনী এসে কিছু করতে পারবে না বলে জানিয়েছিলেন তিনি। সায়নী ঘোষও জানিয়েছিলেন ভোটের ১৫ দিন আগেই ভোটাররা তাঁদের মন প্রস্তুত করে নেন।     


আরও পড়ুন: 'ভোটের ১৫ দিন আগে ভোট হয়ে যাবে', সায়নীকে পাশে নিয়ে বিস্ফোরক TMC বিধায়ক